সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ
চা শ্রমিককে নির্যাতনের অভিযোগে শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলা

চা শ্রমিককে নির্যাতনের অভিযোগে শ্রীমঙ্গল স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিককে নির্যাতনের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্বে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ৪ নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও শহরের পূর্বাশা এলাকার বাসিন্দা সাবেক এমপি মৃত আহাদ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম সোহাগকে প্রধান আসামী করে আরও চারজনকে আসামী করে এ মামলা দায়ের করেন উপজেলার কালিরঘাট ইউনিয়নের ভূরভূরিয়া চা বাগানের শ্রী চরন রবিদাসের ছেলে অশোক কুমার ( ৫০)। মামলার এজহার সূত্রে জানা যায়,মামলার বাদী অশোক কুমারের ভাতিজা ও মামলার ভিকটিম গোবিন্দ রবিদাস এর সহিত মামলরা ১ নং আসামী সোহাগসহ অন্যান্য বিবাদীদের পূর্ব বিরোধ ছিল। গত শনিবার রাত সাড়ে নয়টায় অশোক কুমার পূর্বাশা এলাকায় অবস্থিত ইলিয়াস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে মামলার প্রধান আসামী অন্যান্য বিবাদীদের নির্দেশ দেয় অশোক কুমারকে প্রাণে হত্যার জন্য। তখন বিবাদীরা অশোক কুমারকে তাদের হাতে থাকা দা,রড ও লাঠি দিয়ে আঘাত করিয়া পা ভেঙে ফেলে,কাটা ও শরীরের বিভিন্ন জায়গায় কাটা জখম করে। এসময় বিবাদীরা নগদ টাকা ও মোবাইল ফোন চুরি করে নিয়ে যায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এব্যাপারে মামলার প্রধান আসামী জাহাঙ্গীর আলম সোহাগ তার বিরুদ্বে আরা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় তিনি জরুরি কাজে ঢাকায় ছিলেন।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম জানান,তদন্তপূর্বক আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet