সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ
মু.মাসুদ রানাসহ সিলেটের ১৬ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

মু.মাসুদ রানাসহ সিলেটের ১৬ জন পাচ্ছেন বিপিএম-পিপিএম পদক

 

নিজস্ব প্রতিবেদক ঃ  সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এবার সর্বাধিক সংখ্যক পুলিশ সদস্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে ৪০০ জনের একটি তালিকা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। এরমধ্যে সিলেটের রয়েছেন ১৬ জন।

সিলেটের ১৬ জনের মধ্যে বিপিএম সাহসিকতা ও সেবায় ৫ জন আর পিপিএম সাহসিকতা ও সেবা ১১ জনকে পদকে ভূষিত করা হয়।

২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়ের কার্যক্রম অনুযায়ী পুলিশ সদস্যদের এ পদক প্রদান করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৩৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ৬০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৯৫ জন পুলিশ সদস্যকে ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ২১০ জনকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ প্রদান করা হবে।

পুলিশ সদরদপ্তর সূত্রে জানা যায়, বিপিএম সাহসিকতা ও সেবা এবং পিপিএম সাহসিকতা ও সেবা- এই চারটি ক্যাটাগরিতে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। প্রতিবছর পুলিশ সপ্তাহের বার্ষিক পুলিশ প্যারেডে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী। যারা এ পদকে ভ‚ষিত হন তাদের নামের শেষে বিপিএম-পিপিএম উপাধি যুক্ত হয়।

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) সেবা : সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক সৈয়দ হারুন অর রশীদ, র‌্যাব-৯ সিলেট এর উইং কমান্ডার মো. মোমিনুল হক, মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান।

রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা সিলেটের যারা পাচ্ছেন : মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার মোহা. সোহেল রেজা, সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ, মাধবপুর থানর অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান, ট্যুরিস্ট পুলিশ জাফলং জোনের পুলিশ পরিদর্শক মো. রতন শেখ, গেয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম। এছাড়া বাহুবল মডেল থানার পুটিজুড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের কনস্টেবল মো. জাকির আহমদ।

বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এসএমপির জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ির এএসআই আহসান কিবির, জালালাবাদ থানার শিবেরবাজার পুলিশ ফাঁড়ির কনস্টেবল বিলাল উদ্দিন।

আগামী ২৭ ফেব্রæয়ারি থেকে রাজারবাগ পুলিশ লাইন্সে শুরু হতে যাওয়া ‘পুলিশ সপ্তাহের’ প্রথম দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet