সংবাদ শিরোনাম :
মৌলভীবাজরে নতুন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর যোগদান শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের পাশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পেশাজীবি চিকিৎসক সমাজ সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ ত্যু শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার মৌলভীবাজার এসপিকে বিদায়ী সংবর্ধনা জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ত্রাণ বিতরণ
মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরীতে প্রয়োজন গুণগত ও মানসম্মত শিক্ষাঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরীতে প্রয়োজন গুণগত ও মানসম্মত শিক্ষাঃ ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

নিজস্ব প্রতিবেদক ঃ
মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “মানবসম্পদ উন্নয়ন ও দক্ষ জনশক্তি তৈরীতে গুণগত ও মানসম্মত শিক্ষার গুরুত্ব সর্বাধিক। এজন্য প্রয়োজন প্রতিশ্রুতিশীল শিক্ষা প্রতিষ্ঠান। সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতাসহ সকল পেশাদার গুণাবলির চর্চা করতে হবে। শিক্ষার গুণগত মান নিশ্চিত ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষাদানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি নিরন্তর প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।” আজ ৪ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটির কনফারেন্স হলে সামার সেমিস্টার ২০২৩ এর ফাইনাল পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানের শুরুতে পরীক্ষা নিয়ন্ত্রক খন্দকার মকসুদ আহমেদ ভাইস চ্যান্সেলর এর হাতে ফলাফল তুলে দেন। পরে ভাইস চ্যান্সেলর ফলাফল বিবরনীতে স্বাক্ষর করেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. নজরুল হক চৌধুরী, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস এর ডিন প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, স্কুল অব ল’ এর ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, রেজিস্ট্রার তারেক ইসলাম, ছাত্রকল্যাণ উপদেষ্টা ড. এম জেড আশরাফুল, ইংরেজি বিভাগের প্রধান ড. রমা ইসলাম, ব্যবসা প্রশাসন বিভাগের প্রধান মো. এমরান উদ্দিন, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের প্রধান গাজী সাইফুল হাসান, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত প্রধান সাফওয়ান আহমেদ, ইইই বিভাগের প্রধান নওশাদ আহমেদ চৌধুরী, অর্থনীতি বিভাগের প্রধান মো. গোলাম মুক্তাদীর, আইকিএসির অতিরিক্ত পরিচালক দেবাশিষ রায়, ব্যবসা প্রশাসন বিভাগের প্রাক্তন প্রধান মো. মাসুদ রানা, ডাইরেক্টর (ফাইনান্স) ইনামুল হক, ডেপুটি রেজিস্ট্রার মিহির কান্তি চৌধুরী, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সুমনা আজিজ, উপ-সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক সমর সিং হাজং, কর্মকর্তা রূপা ইসলাম, প্রমুখ।
উল্লেখ্য, মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টার ২০২৪ এর ভর্তি কার্যক্রম চলছে। আগামী ১৪ জানুয়ারি থেকে বিদ্যমান শিক্ষার্থীদের ও ২১ জানুয়ারী থেকে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet