সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ
বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে

বাংলাদেশের মানুষ ফিলিস্তিনিদের পাশে আছে

ডেস্ক রিপোর্ট: মো. আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশ ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চালানো হত্যাযজ্ঞের সম্পূর্ণ বিরোধী। তিনি বলেন, বাংলার জনগণ ফিলিস্তিন ভাই-বোনদের পাশে আছে।

অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্টারি ইউনিয়নে (পিইউআইসি) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে আজ এসব কথা বলেন। মো. আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে এবং সারাদেশেও জাতীয় শোক পালন করা হয়।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশিদের সাথে এক জাতি হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা, সমর্থন ও সংহতি প্রকাশ করছেন। বাংলাদেশে মুসলিম বিশ্বের জন্য সংহতি ও শান্তি কামনা জন্য প্রার্থনারও আয়োজন করা হয়। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের জন্য জরুরি জীবন রক্ষা সরঞ্জামও পাঠানো হয়েছে।

এ অনুষ্ঠানে দলনেতা ড. মো. আব্দুস শহীদ, এমপির পাশাপাশি সেলিম আলতাফ জর্জ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জাকিয়া পারভীন খানম এমপি, ফেরদৌসী ইসলাম এমপি এবং এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার (যুগ্মসচিব) সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet