এ এ রানা::
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ইলাশপুর ক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে আব্দুস শহিদ নামের এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রোববার (১৫ অক্টোবর) বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
আব্দুস শহিদ সিলেটের জকিগঞ্জ উপজেলার দক্ষিণ খলাছড়া চানশ্রী কোনার মৃত আব্দুর রহিমরে পুত্র। তিনি জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
মৃত্যুর বিষয়টি হলি সিলেটকে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম পাটুয়ারী।
তিনি জানান, রোববার বেলা দেড়টার দিকে সিলেটমূখী পারাবত ট্রেনের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।