প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ডায়াগনস্টিক সেন্টার ও সুইটমিট এর প্রতিষ্টানকে ভোক্তা আইনে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেদৃত্বে ও র্যাব-৯ এর একটি টিমের সহায়তায় কমলগঞ্জ উপজেলার আদমপুর, দক্ষিণ চৌমুহনীসহ বিভিন্ন জায়গায় বাজারে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করার তাকে সংরক্ষণ করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে আদমপুর বাজারে অবস্থিত স্বাদ সুইটমিট এন্ড কনফেকশনারীকে ৪ হাজার টাকা, দক্ষিণ চৌমুহনীতে অবস্থিত আদমপুর ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।