সংবাদ শিরোনাম :
গিনেজ বুকে নাম লিখাতে চান শ্রীমঙ্গলের প্রবীণ পুরুষ রাম সিং গোঁড় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন আজ। টমটম চালক আবুল খায়েরর হত্যা রহস্য উন্মোচন, এক আসামি গ্রেপ্তার শ্রীীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক ১ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডর পরিদর্শন করেছেন পিএফজি’র নেতৃবৃন্দ শ্রীমঙ্গলে টমটম চালকসহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে চোরাই পথে আসা ৬ লক্ষ ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ী উদ্ধার হলি সিলেট সহ বিভিন্ন পত্রিকায় দূর্নীতির সংবাদ প্রচার হওয়ায় বিআরটিএ কর্মকর্তা রিয়াজুলের অন্যত্র বদলী মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত
নগরীর দক্ষিণ সুরমার কুখ্যাত জুয়ারী কাশেম চক্রের কবল থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার, কাশেম বাহিনীর ৩ সদস্য  আটক। 

নগরীর দক্ষিণ সুরমার কুখ্যাত জুয়ারী কাশেম চক্রের কবল থেকে চোরাই মোটর সাইকেল উদ্ধার, কাশেম বাহিনীর ৩ সদস্য  আটক। 

 

স্টাফ রিপোর্টার:
দক্ষিণ সুরমা থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে সেই সাথে কুখ্যাত জোয়ারী কাশেম চক্রের কবল থেকে চূড়ায় কৃত মোটরসাইকেল উদ্ধার করতে সম্মত হয়।এছাড়া দক্ষিণ সুরমার কুখ্যাত জুয়ারি কাশেম চক্রের তিন সদস্য কে পুলিশ আটক করে।

বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্য আটকের পর তাদের স্বীকারুক্তির ভিত্তিতে সাধুরবাজার বাশঁপালা মার্কেট এর সামন থেকে একটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করেছে। যাহার নাম্বার সিলেট ল ১৯-

আসামীগণ হচ্ছে( ১) নাছির আহমদ (২৬),পিতা-মৃত বাবুল মিয়া,সাং-গাঙ্গু ১নং রোড,বরইকান্দি, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।(২) মো: লিটন মিয়া (৩৫), পিতা-মৃত দুদু মিয়া, সাং- খোজারখলা রেললাইন সংলগ্ন, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। (৩) মো: রুবেল আহমদ (২৮), পিতা-মো: শাহজাহান মিয়া, সাং- লোহাগড়া, থানা- মুরাদনগর, জেলা-কুমিল্লা।বর্তমান

সাধুর বাজার ছালিমের বাসা,থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। (৪) আলিম উদ্দিন (৩৮),পিতা-মৃত জয়নাল আবেদিন ওরফে(জয়নুল), সাং-বরইকান্দি ১নং রোড সুনামপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।
উল্লেখ্য ২৫জুন দিবাগত রাত ৩.৫০ ঘটিকা অর্থাৎ ২৬জুন ভোরে ৩/৪জন ছিনতাইকারী যমুনা ওয়েল ডিপোর সামনে পাকা রাস্তায় দলবদ্ধ হয়ে লোহার রড হাতে নিয়ে কানাইঘাট উপজেলার বর গ্রামের মৃত মখলিছুর রহমানের পুত্র ফরিদ উদ্দিনের মোটর সাইকেলের গতি রোধ করে ভয়ভীতি দেখিয়ে নগদ ৩২হাজার টাকা একটি 5 star বাটন মোবাইল ফোন এবং একটি পালসার মোটর সাইকেলে ছিনিয়ে নেয়। ২৬জুন সকাল ১১ঘটিকার সময় ৪জনকে আসামী করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ২১/১৭১ তারিখ ২৬জুন ২০২৩ ইংরেজি।

আসামীরা সাধুর বাজার বাশপালা মার্কেটের সুরমা মহল শীলং তীর জোয়ার ডিলার কুখ্যাত সম্রাট আবুল কাশেমের ঘনিষ্ট সহযোগী ও শিলং তীর নামক জোয়ার টুকেন দাতা। ঐ চক্রটি দীর্ঘদিন থেকে সাধুর বাজার বাশপালা মার্কট,ভার্থখলা,এলাকায় চুরি,ছিনতাই, এবং মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের গডফাদার
শীলং তীর জোয়ার সম্রাট আবুল কাশেম।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet