সিলেটের হকারদের ফুটপাত দখলমুক্ত ও আগের যায়গায় ফিরেনিতে যৌথবাহিনীর অভিযান।

সিলেটের হকারদের ফুটপাত দখলমুক্ত ও আগের যায়গায় ফিরেনিতে যৌথবাহিনীর অভিযান।

 

হলি সিলেট ডেস্কঃ

সিলেট নগরীর ফুটপাত ও সড়ক হকারমুক্ত থাকবে। তাই ফুটপাত ও সড়ক উদ্ধারে কঠোর ভুমিকা রাখছে প্রশাসন। সিটি করপোরেশন, পুলিশ, সেনাবাহিনীসহ সংশ্লিস্টরা এমন উদ্যোগ নিয়েছে। নগরীতে অসহনীয় যানজটের প্রেক্ষিতে এই উদ্যোগ নেওয়া হল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, হকাররা তাদের নির্ধারিত জায়গা ছেড়ে সড়কে চলে এসেছে। তাদেরকে তাদের জায়গায় ফিরে নিতে আমাদের এ যৌথ উদ্যোগ । তিনি বলেন বিগত রোববার থেকে আর একজন হকারকেও সড়কে বসতে দেয়া হবেনা। এটা নিশ্চিত করতে পুলিশ ছাড়াও সেনাবহিনী মাঠে থাকবে।

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আশিক নুর জানান, ফুটপাত দখল করে থাকা হকারদের আগের জায়গায় ফিরেনিতেই সিটিকর্পোরেশন সিলেট মেট্রোপলিটন পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর এই যৌথ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে । আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।

৫ আগস্টের পর সাবেক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী দেশত্যাগ করায় ও সিটি করপোরেশনের কাউন্সিলরদের অপসারণের পর সিলেট নগরী অনেকটা ‘অভিভাবকহীন’ হয়ে পড়ায় পুনরায় নগরীর বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করতে শুরু করেন ভাসমান হকার ও ব্যবসায়ীরা। যার ফলে নগরীর ফুটপাত হকার ও ব্যবসায়ীদের দখলে চলে যায়। এতে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet