মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় আপেল, ১টি কাভার্ড ভ্যানসহ ৩ চোরাকারবারী আটক।

মোগলাবাজার থানা পুলিশের অভিযানে ভারতীয় আপেল, ১টি কাভার্ড ভ্যানসহ ৩ চোরাকারবারী আটক।

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

 

হলি সিলেট ডেস্ক:
মোগলাবাজার থানা পুলিশের অভিযানে
২২,৫৭,৫০০/- (বাইশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা মুল্যের ১০,৫৩৫ (দশ হাজার পাঁচ শত পয়ত্রিশ) কেজি ভারতীয় আপেল সহ ০১টি কাভার্ড ভ্যান উদ্ধার, ০৩ (তিন) জন চোরাকারবারী গ্রেফতারঃ

উপ-পুলিশ কমিশনার (দক্ষিন), এসএমপি, সিলেট সার্বিক দিক নির্দেশনায় এবং মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ ফয়সাল আহমেদ এর তদারকিতে এসআই(নিঃ)/মুকুল আহমদ সঙ্গীয় ফোর্সের সহযোগীতায় দিবাকালীন সিয়েরা ৫১ ডিউটি করাকালে গত ২৬ অক্টোবর দুপুর অনুমান ১২:৩০ ঘটিকার সময় প্যারাইরচক পয়েন্টে অবস্থান করাকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, কতিপয় চোরাকারবারী ভারতীয় সীমান্ত এলাকা হতে অবৈধভাবে বাংলাদেশ সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় আপেল ০১টি কাভার্ড ভ্যান যোগে নিয়ে এসে মোগলাবাজার থানাধীন চারমাইল হাজীরবাজারস্থ পাক পাঞ্জাতন মার্কেটের সামনে সিলেট গোলাপগঞ্জগামী পাকা রাস্তার উপর অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সংবাদের সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দিবাকালী সিয়েরা-৫৫ ডিউটিরত এএসআই/তরনী কান্ত দাস ও সঙ্গীয় ফোর্সসহ দুপুর অনুমান ১৩:০০ ঘটিকার সময় ঘটনাস্থল মোগলাবাজার থানাধীন চারমাইল হাজীরবাজারস্থ পাক পাঞ্জাতন মার্কেটের সামনে সিলেট টু গোলাপগঞ্জগামী পাকা রাস্তার উপর পৌছা মাত্রই পুলিশ উপস্থিতি টের পেয়ে ০১টি কাভার্ড ভ্যান রেখে গাড়ির চালক এবং কতিপয় চোরাকারবারী কৌশলে পালানোর চেষ্টা কালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী ১। নাজিম উদ্দিন (২৬) পিতা-মৃত আব্দুল মন্নান, মাতা-হাওয়ারুন বেগম, স্থায়ী সাং-হেমু হাউদপাড়া, ওয়ার্ড নং-৩, ৫নং ফতেহপুর ইউ/পি, থানা-জৈন্তাপুর, জেলা-সিলেট, ২। জুনেদ আহমদ (৩২) পিতা-মৃত বদরুল হক, মাতা-আমিনা বেগম, স্থায়ী সাং-হাজারীচক, ওয়ার্ড নং-৮, ০৯নং মানিকপুর ইউ/পি, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, এবং কাভার্ড ভ্যান চালক ৩। মোঃ নুর হোসেন (৪২) পিতা-মৃত আব্দুস ছালাম, মাতা-ছইতুন নেছা, স্থায়ী সাং-কেউডালা, ওয়ার্ড নং-০৭, মদনপুর ইউ/পি, থানা-বন্দর, জেলা-নারায়নগঞ্জ‘দের আটক করতে সক্ষম হয়। অজ্ঞাতনামা আরোও ৫/৬জন চোরাকারবারী দৌড়ে পালিয়ে যায়। আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন জনৈক আলতাফ মিয়া এর মালিকানাধীন জব্দকৃত ভারতীয় আপেল সিলেট শহরের কদমতলীস্থ ফল বাজারে ডেলিভারী করার উদ্দেশ্যে জৈন্তাপুর থানাধীন হরিপুর বাজার হতে লোড করে তাহারা রওয়ানা করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজনসহ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক সঙ্গীয় অফিসার ও ফোর্সদের সহায়তায় কাভার্ড ভ্যানের দরজা খুলে তল্লাশীকালে কাভার্ড ভ্যানের ভিতরে ভারতীয় আপেল দেখতে পেয়ে আটককৃতদেরকে উক্ত মালামালের বৈধ কাগজপত্র উপস্থাপনের জন্য বললে তাহারা কোন প্রকার কাগজপত্র উপস্থাপনে ব্যর্থ হয়। তখন সাক্ষীদের মোকাবেলায় (১) ১৫০৫ (এক হাজার পাঁচশত পাঁচ) কাঠের তৈরী চারকোণাকৃতির কার্টুন যাহার ভিতরে ভারতীয় আপেল রক্ষিত আছে। প্রতিটি কার্টুনের আপেলসহ ওজন ০৭ (সাত) কেজি করে সর্বমোট (১৫০৫×০৭)=১০,৫৩৫ (দশ হাজার পাঁচ শত পয়ত্রিশ) কেজি। প্রতিটি কার্টুনসহ আপেলের বর্তমান বাজার মূল্য অনুমান ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা করে সর্বমোট মূল্য (১৫০৫×১৫০০)=২২,৫৭,৫০০/- (বাইশ লক্ষ সাতান্ন হাজার পাঁচশত) টাকা। (২) উক্ত ভারতীয় আপেল পরিবহনে ব্যবহৃত একটি হলুদ-নীল রংয়ের কাভার্ড ভান, যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো-ট ২০-৯১৪১ লিখা আছে, ইঞ্জিন ও চেসিস নাম্বার অস্পষ্ট; গাড়িটির বর্তমান মূল্য অনুমান ৪২,০০০,০০/- (বিয়াল্লিশ লক্ষ) টাকা আটক করেন।পরবর্তী উক্ত ঘটনায় ধৃত আসামীসহ অজ্ঞাতনামা ৫/৬ জনদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় এজাহার দায়ের করলে, মোগলাবাজার থানার মামলা নং-১২/১৩৪, তারিখ-২৬/১০/২০২৪খ্রিঃ, ধারা-25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। বর্ণিত আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক অজ্ঞাতনামা ৫/৬ জন আসামীদের গ্রেফতারের লক্ষে অভিযান অব্যাহত ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet