সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে পুকুর খননে বাধা দেওয়ায় দুর্বৃত্তের হামলায় আহত ২ শ্রীমঙ্গলে মাদকসহ ২ যুবক আটক শ্রীমঙ্গলে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত অবৈধভাবে কেউ ছড়া দখল করলে কঠোর আইনী ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ উদ্যোক্তা ও যুব কার্নিভাল অ্যাওয়ার্ড পেলেন শিল্প উদ্যোক্তা ও ব্যবসায়ী মো ইমতিয়াজ কামরান তালুকদার সংখ্যালঘু শব্দটি আমরা ব্যবহার করতে চাইনা: পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জে ডিবির অভিযানে মাদকসহ আটক ১ শ্রীমঙ্গলে সাজাপ্রাপ্ত আসামি আটক শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানে সামনে ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন শ্রীমঙ্গলে বাংলাদেশের আলো পত্রিকার ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
শ্রীমঙ্গলের সবচেয়ে প্রবীণ রাম সিং গোঁড়কে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউএনও

শ্রীমঙ্গলের সবচেয়ে প্রবীণ রাম সিং গোঁড়কে ফুলেল শুভেচ্ছা জানালেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব প্রবীণ দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় শতবর্ষী মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল মেকানীছড়া গ্রামের ১১৯ বছর বয়সী রাম সিং গোঁড় এর হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেবসহ অনান্য অফিসাররা। একই সাথে তাদেরকে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নগদ ৩ হাজার করে টাকা, হরলিক্স ও ফলমুলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সোয়েব আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. ইউছুপ, শ্রীমঙ্গল রোটারী ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মশিউর রহমান রিপন, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় বুনার্জী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, ক্ষুদ্র নৃ-গোষ্টীর সমন্বয়ক তাজুল ইসলাম জাবেদ, ইউপি সদস্য অজয় ভৌমিক ও আদিবাসী নেতা সবুজ তজু। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সীমান্তবর্তী হরিণছড়া, মেকানী ছড়া, বড় বিদ্যাবিল, ছোট বিদ্যাবিলসহ বিভিন্ন এলাকায় শতবর্ষী ১০জন প্রবীণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শাররীক অবস্থার খোঁজ খবর নেন কর্মকর্তারা এবং নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দেন। এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব জানান, তাঁর চাকুরী জীবনের সুন্দর একটি দিন কাটিয়েছেন তিনি। শতবর্শী মানুষদের সাথে কথা বলেছেন, তাদের কাছথেকে শতবর্ষ আগের গল্প শোনেছেন। শুনেছেন তাদের খাদ্যাভাস, জেনেছেন তাদের জীবন প্রণালী।তিনি বলেন, এতদঅঞ্চলের প্রবীণ ব্যাক্তিত্ব ১১৯ বছর বয়সের রাম সিং গোঁড় এর সাথে দীর্ঘক্ষন কথা বলেছেন। তার বয়স সর্ম্পকে অনান্য প্রবীণ মানুষের সাথে কথা বলেছেন। তারাও বলেছেন রাম সিং তাদের সকলের অনেক বড়। তিনি জানান, আরো কিছু যাছাই করে রাম সিং এর নাম গ্রিনিচ ওয়াল্ড বুক অব রেকর্ড এ প্রেরণের জন্য কাজ করবেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet