সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ দুর্নীতির খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মৌলভীবাজারের জেলা প্রশাসক কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি র‌্যাবের হাতে আটক গোলাপগঞ্জে খুৎবা চলাকালীন সময়ে ইমামের মৃত্যু ভারতে পালানোর আগে ঢাকার কাউন্সিলর সিরাজ শ্রীমঙ্গলে আটক SMC ও GB ‘র হস্তক্ষেপ থেকে বাচতে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ একান্তই জরুরী
বন্যার্তদের জন্য শ্রীমঙ্গল ব্যবসায়ীদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী হস্তান্তর

বন্যার্তদের জন্য শ্রীমঙ্গল ব্যবসায়ীদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য শ্রীমঙ্গলের ব্যবসায়ীদের পক্ষ থেকে ৫০০ প্যাকেট শোকনো খাবারের প্যাকেট প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দরা ২০০ জন বন্যার্তদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছেন।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব এর নিকট খাদ্য সামগ্রীর প্যাকেট হস্তান্তর করেন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন।
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন জানান, মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে ৪০০ প্যাকেট এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কাছে ১০০ প্যাকেট খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। এছাড়া ২০০ প্যাকেট খাদ্য সামগ্রী আমরা নিজেরা বন্যার্তদের মাঝে বিতরণ করেছি।
এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে মসুর ডাল, সয়াবিন তেল, আলু, লবন, পানি, চিড়া, আটা, হলুদ মসলা, মরিচ মসলা , ধনিয়াসহ বিভিন্ন উপকরণ। খাদ্য সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম ইয়াহিয়া খান, সহ-সভাপতি দেবাশীষ ধর পার্থ, সাধারণ সম্পাদক হাজী মো. কামাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কদর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল বাছিত, প্রচার সম্পাদক ফারুক মিয়া, কার্যকরী সদস্য মোঃ আমজাদ হোসেন বাচ্চু, কার্যকরী সদস্য জসিম উদদীন পলাশ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet