সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ দুর্নীতির খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মৌলভীবাজারের জেলা প্রশাসক কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি র‌্যাবের হাতে আটক
মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকা থেকে ৯ হাজার মানুষকে উদ্ধার করেছে সেনাবাহিনী

মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকা থেকে ৯ হাজার মানুষকে উদ্ধার করেছে সেনাবাহিনী

নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী বলেছেন, চলতি বন্যায় মৌলভীবাজারের বন্যা দুর্গত এলাকা থেকে প্রায় ৯ হাজার মানুষকে উদ্ধার করেছে তাদের টিম।
সেনাবাহিনীর পাশাপাশি প্রশাসন, ছাত্রসমন্বয়ক ও স্বেচ্ছাসেবীরাও উদ্ধার কাজে অংশ নেন। এর মধ্যে ২ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে উঠেছেন এবং বাকিরা আত্মীয়স্বজনদের বাসায় উঠেছেন। বাংলাদেশ সেনাবাহিনী বন্যার্তদের পাশে সবসময় আছে এবং থাকবে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নে সেনাবাহিনীর উদ্যোগে মেডিকেল ক্যাম্প ও ত্রাণসামগ্রী বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, সেনাবাহিনীর সৈনিকদের খাবারের একটা অংশ থেকে এই ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় তিনি নিজ উদ্যোগে বন্যার্তদের মাঝে আরো ৫০০ প্যাকেট ত্রাণ বিতরণ করেন বলেও জানান।
মেজর আজিজ বলেন, বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। তিনি প্রবাসীসহ সকলকে স্বস্ব অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানান।
ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট সেনানিবাসের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদুল আহসান, মেজর রিয়াদ, ক্যাপ্টেন আল ইমরান আদনান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন, ওসি মো. আলী মাহমুদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet