সংবাদ শিরোনাম :
৭ নভেম্বারকে উপলক্ষ্য করে শ্রীমঙ্গলে বিশাল র‌্যালি শ্রীমঙ্গলে আমরা করব জয় ফাউন্ডেশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্টিত আওয়ামীলীগ সরকার গণতন্ত্রকে গিলে খেয়েছিল: বিএনপির কেন্দ্রীয় নেতা-হাজি মুজিব দক্ষিণ সুরমার অপরাধ বানিজ্য -১ জুয়ারবোর্ড ও মাদক ব্যবসায়ীদের সর্দার নজরুলের খুঁটির জোর কোথায়। দখলে দখলে বিলীন হচ্ছে শ্রীমঙ্গলের মৃত নদী বিলাস শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে আটক ৪ মৌলভীবাজারে চোরাই পথে আমদানিকৃত ভারতীয় ঔষুধ উদ্ধার, আটক ২ সিআইডির তদন্তে মুক্তিযোদ্ধার ভুয়া স্ত্রী, সন্তান কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষার্থী নিহত গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।
শ্রীমঙ্গলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

শ্রীমঙ্গলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি

নিজস্ব প্রকিবেদক:
লঘুচাপের প্রভাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রাত থেকে দিনভর টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ভোগান্তি দেখা দিয়েছে জনজীবনে। সব থেকে ভোগান্তিতে পড়েছেন জীবিকার তাগিদে সড়কে বের হওয়া শ্রমজীবি ও কর্মজীবিরা।
রোববার রাত থেকে বৃষ্টি শুরু হয়। সকালে একটু থেমে আবারও ঝরতে থাকে অঝরে বৃষ্টি। অবিরাম গুড়িঁ-গুড়িঁ বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ পড়েছেন বিপাকে। বিশেষ করে রিকসা, মিশুক, ভ্যান ও ঠেলা চালকরা এই বৃষ্টিতে ভোগান্তির পাশাপাশি টান পড়েছে তাদের রোজি-রোজগারে। রিকসা চালক, ভ্যান চালক ও দিনমজুরদের সাথে আলাপ করে জানা যায়, সকাল থেকে টানা বৃষ্টির কারণে লোকজন শহরে কম বের হয়েছেন। সকাল থেকে বৃষ্টিতে ভিজে শহরে চক্কর দিলেও আশানুরুপ রোজগার হয়নি তাদের। যা হয়েছে তা দিয়ে মালিকের ভাড়া পরিশোধ করাও কঠিন হবে। বিকেলে বৃষ্টির জন্য মার্কেটে আশ্রয় নেওয়া রিকশা চালক আকবর মিয়ার সাথে আলাপ হলে তিনি জানান, সকাল ৮টায় বের হয়েছেন, এর মধ্যে তার রোজগার হয়েছে ২২০ টাকা। খাবার খেয়েছেন ৭০ টাকা। সন্ধ্যার পর রিকসার মালিককে ভাড়া দিতে হবে ২৫০ টাকা। এখন বৃষ্টি বেড়ে গেছে, মানুষও কমে এসেছে শহরে। বাকি সময়ের মধ্যে ভাড়া ও পরিবারের জন্য বাজার-হাট করার টাকা রোজগার হবে কিনা ভাবছেন তিনি। ভ্যান চালক নজির মিয়া জানান, বৃষ্টির কারণে ভ্যানে মালামাল বহন করা যাচ্ছেনা। এদিকে সকাল থেকে টানা বৃষ্টিতে ব্যবসা বানিজ্যে দেখা দিয়েছে স্তবিরতা। ব্যবসা প্রতিষ্টানগুলোতে বেচা-বিক্রি কম হয়েছে বলে অনেকে জানিয়েছেন। বাজার ঘুরে দেখা গেছে সব প্রকার নিত্যপণ্যের দোকান খোলা থাকলেও ক্রেতা একেবারেই কম। ব্যবসায়ীরা জানান, কিছু ক্রেতা বাজারে আসলেও অন্য দিনের তুলনায় অনেক কম। বাজারে মানুষ না থাকায় বিক্রিও কম হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet