সংবাদ শিরোনাম :
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে  অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক
গ্রান্ড সুলতানে শামীম ওসমান এমন খবরে শ্রীমঙ্গল তোলপাড়

গ্রান্ড সুলতানে শামীম ওসমান এমন খবরে শ্রীমঙ্গল তোলপাড়

নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য শামীম ওসমান আত্মগোপনে রয়েছেন- এমন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্র্যান্ড সুলতান টি রিসোর্টে জড়ো হয়েছিলেন জনতা। পরে সেখানে তল্লাশি চালিয়ে শামীম ওসমানকে পাওয়া যায়নি বলে জানিয়েছেন সেনা সদস্যরা। এদিকে এমন খব ছড়িয়ে পড়লে শ্রীমঙ্গলে বিষয়টি নিয়ে মানুষের মাঝে আলোচনার জড় ওঠে।
বুধবার দুপুরে শামীম ওসমানের আত্মগোপনের খবর ছড়িয়ে পড়লে সেনাবাহিনী পাঁচ তারকা মানের ওই রিসোর্টটি ঘিরে ফেলে। পরে ভেতরে ব্যাপক তল্লাশি চালানো হয়।
এ সময় রিসোর্টের সামনে অনেক উৎফুল্ল ও সুযোগ সন্ধানী জনতা ভিড় করেন। তবে শামীম ওসমানকে সেখানে পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল ও কমলগঞ্জের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর মেজবা।
রিসোর্টের বাইরে অবস্থানরত জনতার উদ্দেশে তিনি বলেন, গুজবে কান দেবেন না ও গুজব ছড়াবেন না। শ্রীমঙ্গল পৌরসভার মেয়র বিএনপি নেতা মহসিন মিয়া মধু বলেন, আওয়ামী লীগের লোকজন ইচ্ছা করে গুজব ছড়াচ্ছেন; যাতে লোকজন এসে গ্র্যান্ড সুলতান ভাঙচুর করে ও সুযোগ সন্ধানীরা লুটপাট করতে পারে। এ সময় তিনি জড়ো হওয়া লোকজনকে রিসোর্টের সামনে থেকে সরিয়ে দেন। এ ব্যাপারে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফের জেনারেল ম্যানেজার আরমান খাঁন জানান, এ প্রতিষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি মালিকানাধীন। দেশের এই সংকটময় মুহূর্তে কিছু মহল বিচার বিবেচনা ছাড়াই উস্কানিমূলক পোস্ট করে যাচ্ছেন। পর্যটন শিল্প রক্ষার্থে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet