নিজস্ব প্রতিবেদক ঃ
উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সার্বিক দিক নির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর সহযোগিতায় এসআই(নিঃ) মোঃ আব্দুল আজিজ শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সাধারণ ডায়রী নং-৫৮/২৪, পিসিসি নং-৮৫৪/২৪, তারিখ-০৩/০৮/২০২৪ খ্রিঃ মূলে দিবাকালীন সিয়েরা-৬৩ ডিউটিতে নিয়োজিত উপরোল্লিখিত অফিসার ফোর্সসহ থানা এলাকায় বিশেষ অভিযান ও চেকপোষ্ট ডিউটিতে নিয়োজিত থেকে ০৩/০৮/২০২৪খ্রিঃ তারিখ অনুমান ১৩.১৫ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইটস্থ বাইপাস পয়েন্টে বনফুল নামীয় মিষ্টান্ন দোকানের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে সিলেট জেলার জৈন্তাপুর হতে সিলেট শহরের দিকে আগত জব্দ তালিকায় বর্ণিত লেগুনাটি দেখে গাড়ীটিকে সিগনাল দিয়ে থামান।
তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত লেগুনা ও গাড়ীতে থাকা যাত্রীদের তল্লাশীকালে আটককৃত ব্যক্তি আব্দুল কাদির জব্দকৃত মালামাল তার নিজের বলে জানালে তার দখল ও হেফাজত হতে ক) ০১ (এক) টি হলুদ রংয়ের যাত্রীবাহী লেগুনা, যার রেজিঃ নং-সিলেট-ছ-১১-২০০১, যার চেসিস নং-অষ্পষ্ট, যার মূল্য অনুমান ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা এর ভিতরে ০৫ (পাঁচ) টি প্লাষ্টিকের বস্তা, প্রতিটি বস্তার ভিতরে ২০ (বিশ) প্যাকেট ভারতীয় কিসমিস করে মোট (২০×০৫)=১০০ প্যাকেট এবং অন্য একটি প্লাষ্টিকের বস্তার ভিতর ১৮ (আঠার) প্যাকেট ভারতীয় কিসমিসসহ সর্বমোট (১০০+১৮)=১১৮ প্যাকেট ভারতীয় কিসমিস, প্রতিটি প্যাকেট কিসমিসের মূল্য অনুমান ১২০০/- টাকা করে মোট মূল্য (১২০০×১১৮)=১,৪১,৬০০/- (এক লক্ষ একচল্লিশ হাজার ছয়শত) টাকা, প্রতিটি প্যাকেটের ওজন ০১ কেজি করে মোট ওজন (১১৮×০১)=১১৮ কেজি, প্রত্যেক প্যাকেটের গায়ে ইংরেজীতে BTC Raisin PREMIUM DRIED FARM FRESH, Kishmish, Product of India সহ আরো অনেক ইংরেজী শব্দ লেখা আছে উদ্ধারপূর্বক ০৩/০৮/২০২৪ খ্রিঃ তারিখ ১৩.৪৫ ঘটিকায় বিধি মোতাবেক জব্দ করেন। জিজ্ঞাসাবাদে তার নাম আব্দুল কাদির (২৮), পিতা-শফিকুল ইসলাম, সাং-বালিপাড়া, ডাক-হরিপুর, থানা-জৈয়ন্তিয়াপুর, জেলা-সিলেট বলে জানায়। বর্ণিত ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-০৪, তাং-০৩/০৮/২০২৪খ্রি:. ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b)/25D রুজু হয়। আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।