সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ দুর্নীতির খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মৌলভীবাজারের জেলা প্রশাসক কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি র‌্যাবের হাতে আটক গোলাপগঞ্জে খুৎবা চলাকালীন সময়ে ইমামের মৃত্যু ভারতে পালানোর আগে ঢাকার কাউন্সিলর সিরাজ শ্রীমঙ্গলে আটক SMC ও GB ‘র হস্তক্ষেপ থেকে বাচতে ‘শিক্ষাব্যবস্থা জাতীয়করণ’ একান্তই জরুরী
শান্তিগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান আনছার উদ্দিনের

শান্তিগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান আনছার উদ্দিনের

শান্তিগঞ্জে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান আনছার উদ্দিনের

মোঃ নুরুল হক,শান্তিগঞ্জ প্রতিনিধি :
শেখ হাসিনার সরকার পতন ও দেশত্যাগের ঘটনায় কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিনের নেতৃত্বে আনন্দ সমাবেশ করেছে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি। বুধবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার পাগলা বাজার ব্রিজের পূর্ব পাড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন আনছার উদ্দিন।

আনন্দসভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন। দরগাপাশা ইউনিয়ন যুবদলের সভাপতি ছালিক আহমদের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন। 

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির দুর্দিনের কথা স্মৃতিচারণ করে আনছার উদ্দিন বলেন, ‘দীর্ঘদিন ফ্যাসিস্ট, স্বৈরাচারী হাসিনার অবৈধ সরকার আমাদের নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। তার পেটোয়া পুলিশ বাহিনী দ্বারা মিথ্যা, গায়েবী মামলা দিয়ে আমাদের কারাবন্দি করেছে। প্রত্যেকটি ঘটনার হিসাব রাখা হয়েছে৷ ছাত্র সমাজের হাত ধরে দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়া এই বাংলাদেশে সবগুলো ঘটনার পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া হবে। যারা বিএনপিতে থেকেও আওয়ামীলীগের দালালী করেছেন, সুনামগঞ্জ-শান্তিগঞ্জের মানুষ তাদের চিনে রেখেছেন৷ তাদেরও হিসাব হবে।’ এসময় সকলের প্রতি ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে চলার আহ্বান করেন আনছার উদ্দিন।

সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি লুৎফুর রহমান বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক  সোহেল মিয়া, উপজেলা বিএনপি নেতা নূর আলী, আঙ্গুর মিয়া, শামসুদ্দিন মিয়া, সিলেট মহানগর যুদলদ নেতা সাইরুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য ও যুব নেতা রঞ্জিত সূত্রধর, আবদুল বাসিত, মাহবুবুর রহমান মাহবুব, শাইখুল ইসলাম, ইমরুল কয়েছ, হারুনুর রশিদ হারুন, শান্তিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক জিলানী মিয়া, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক ফরিদ আহমদ, মনোয়ার হোসেন মিন্টু, উপজেলা যুবলন নেতা আবদুস সালাম, দেলোয়ার হোসেন, মনছুর উদ্দিন শিমুলবাক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক, দরগাপাশা ইউনিয়ন যুবদলের সদস্য আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির আহমদ,  মামুনুর রশীদ মামুন, নাছির আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন যুবদলের সভাপতি সাহিদ মিয়া, জয়কলস ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নূর আহমদ সবুজ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ওবায়দুল করিম মাছুম, ছাত্রদল নেতা ইমরান হোসেন, আবু তাহের ইমন, আল আমিন, পূর্ব পাগলা ইউনিয়ন ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি জাহিদুর রহমান, দরগাপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক রহমান।

এসময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet