সংবাদ শিরোনাম :
মৌলভীবাজরে নতুন এসপি এম কে এইচ জাহাঙ্গীর হোসেন এর যোগদান শ্রীমঙ্গলে মাদক কারবারীদের বিরুদ্ধে মানববন্ধনে হামলার চেষ্টা শ্রীমঙ্গলে বন্যাদুর্গতের পাশে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন পেশাজীবি চিকিৎসক সমাজ সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত।  দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের নিজামের মৃ ত্যু শ্রীমঙ্গলে ধান ক্ষেত থেকে বিশাল আকৃতির অজগর উদ্ধার মৌলভীবাজার এসপিকে বিদায়ী সংবর্ধনা জাগরণ প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন গোলাপগঞ্জের বাদেপাশায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুলাউড়ায় বন্যার্তদের মাঝে ৪৬ ব্যাটালিয়ন বিজিবির ত্রাণ বিতরণ
তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তিঃ এমইউ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক

তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তিঃ এমইউ ভিসি ড. মোহাম্মদ জহিরুল হক

নিজস্ব প্রতিবেদক ঃ

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “তরুণদের দক্ষতা ও সম্ভাবনাই আগামীর বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত্তি। অথচ আমরা তরুণদের দক্ষ ও যোগ্য করে তুলতে যেরকম পদক্ষেপ নেয়া প্রয়োজন তা অনেকাংশে নিচ্ছি না। একজন শিক্ষার্থী যে বিষয়েই অধ্যয়ন করুক না কেন ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা না থাকলে সে আগামীর বাংলাদেশ ও বিশ্বে নিজের অবস্থান সুসংহত করতে পারবে না। এ প্রেক্ষিতে ইউএনডিপি, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা) ও গ্রামীণ ফোনকে ধন্যবাদ জানাই মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে ১শ’ শিক্ষার্থীকে এতদসংক্রান্ত কোর্স সম্পন্ন করতে স্কলারশীপ প্রদানের জন্য।” গত ১৪ জুলাই ২০২৪ সকাল ১১ টায় প্রফেসর এম হাবিবুর রহমান হলে ইউএনডিপির ‘ফিউচারেশন’ প্রোগ্রামের আওতায় ‘বিজনেস এন্ড সোস্যাল ইংলিশ স্কিলস’ ও ‘ফ্রন্টায়ার টেকনোলজী স্কিলস’ কোর্সের শিক্ষার্থীদের স্কলারশীপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ভাইস চ্যান্সেলর ড. মোহাম্মদ জহিরুল হক উপর্যুক্ত কথাগুলো বলেন।
ইউএনডিপি বাংলাদেশের ‘ফিউচারেশন’ প্রোগ্রামের টেকনোলজি লিড আমিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কলারশীপ প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফোকাল পয়েন্ট ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দ নকীব সাদি ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক সাফওয়ান আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটির রেজিস্ট্রার তারেক ইসলাম।
উল্লেখ্য, শিক্ষার্থীদের কমিউনিকেশন ও টেকনোলজিক্যাল স্কিলস বাড়াতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা), গ্রামীণ ফোন ও ইউএনডিপির যৌথ অর্থায়ন ও উদ্যোগে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ১শ’ শিক্ষার্থী ‘ফিউচারেশন’ প্রোগ্রামের আওতায় বিভিন্ন কোর্স সম্পন্ন করার জন্য স্কলারশীপ লাভ করেন। সরকারি, বেসরকারি ও উন্নয়নখাতে দক্ষ জনশক্তি সরবরাহ হলো এ কর্মসূচীর মূল উদ্দেশ্য।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet