সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ
পবিত্র ঈদ-উল-আযহা-উদযাপন উপলক্ষ্যে এসএমপি পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

পবিত্র ঈদ-উল-আযহা-উদযাপন উপলক্ষ্যে এসএমপি পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত

 

হলি সিলেট ডেস্কঃ

গত ১১ জুন এসএমপি সদর দপ্তর সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উদযাপন উপলক্ষ্যে পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম সভাপতিত্বে সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন, আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা-২০২৪ উদযাপনে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি সড়কে দুর্ঘটনা রোধে তদারকি বাড়াতে নির্দেশনা প্রদান করেন। ঈদে ঘরমুখো মানুষের কাছে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস মালিকদের প্রতি আহ্বান জানান। ব্যাংক হতে টাকা পয়সা বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ক্ষেত্রে পুলিশের মানি এসকর্টের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন মান্যবর পুলিশ কমিশনার মহোদয়। ঈদুল আযহায় সড়কে সড়কে পশুবাহী গাড়ির চাপ থাকে, তাই পশুবাহী গাড়ি ও পশুরহাট নিয়ে বাড়তি মনোযোগ দিতে বলেন। তিনি সভায় চামড়া সিন্ডিকেট নিয়ে কড়া হুশিয়ারী প্রদান করেন। চামড়া নিয়ে যাতে সাধারণ মানুষ সিন্ডিকেটের শিকার না হয়, সে বিষয়ে যথাযথ কর্তৃপক্ষকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। তিনি বলেন কিছু দুষ্ঠু চক্র এসকল সিন্ডিকেটের মাধ্যমে সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। তাই সরকার যে রেট ঠিক করে দিয়েছে সেই রেটে চামড়া ক্রয়-বিক্রয়ের করার কথা বলেন। তিনি আরও বলেন এটা হচ্ছে গরিবের হক। তাই আমাদের ত্যাগের জায়গা থেকে গরিব মানুষ ও বিভিন্ন মাদ্রাসায় চামড়া দেয়া হয়। তারা যেন তা বিক্রি করে ভাল দাম পায় সে বিষয়ে নজর রাখতে হবে। এ বিষয়ে সিন্ডিকেটের কোন আলামত পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। তিনি হাট-বাজার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি নিজস্ব সিকিউরিটি গ্রহণের নির্দেশনা প্রদান করে বলেন, আপনাদের নিরাপত্তায় আমাদের পুলিশও নিয়মিত টহল ডিউটিতে থাকবে। তাই আপনারাও নিজেদের নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। সিকিউরিটির কাছে নিরাপত্তার দায়িত্ব দিয়ে তাদের যথাযথভাবে মনিটরিং করার জন্য তিনি উপস্থিত অতিথিবৃন্দদের প্রতি আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা, পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহরিয়ার আলম, এডি (ডিজিএফআই) শরিফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (র‍‍্যাব-৯) মোঃ গোলাম কিবরীয়া, সহকারী রাজস্ব কর্মকর্তা (বিআরটিএ) মোঃ আবু হানিফ, উপ-পরিচালক (ইসলামিক ফাউন্ডেশন, সিলেট) শাহ মোহাম্মদ নজরুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সিসিক) ফারিয়া সুলতানা, সিনিয়র স্টেশন অফিসার (ফায়ার সার্ভিস) মোঃ বেলাল হোসন সহ বিভিন্ন পশুর হাটের ইজারাদার, ট্রাক , বাস, পিকআট মালিক ও শ্রমিক সমিতির প্রতিনিধিবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet