সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৩,৭২০ কেজি ভারতীয় চিনি, একটি ট্রাকসহ আটককৃত চিনির মালিক গ্রেফতারঃ

শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৩,৭২০ কেজি ভারতীয় চিনি, একটি ট্রাকসহ আটককৃত চিনির মালিক গ্রেফতারঃ

 

হলি সিলেট ডেস্কঃ
উপ- পুলিশ কমিশনার (দক্ষিণ) সার্বিক দিক-নির্দেশনায় গত ৫ মে ২০২৪ খ্রিঃ তারিখে সকাল অনুমান ০৯.১৫ ঘটিকার সময় এসআই(নিঃ) মোঃ আব্দুল আজিজ, সঙ্গীয় এএসআই(নিঃ)/মোঃ সোহেল আহমদ, এএসআই আব্দুর রব মোল্লা ও সঙ্গীয় ফোর্স, শাহপরাণ (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পিসিসি নং মূলে দিবা/রাত্রীকালীন সিয়েরা ডিউটি করাকালে বিশেষ অভিযানে পরিচালনা করে ১৩,৭২০ কেজি ভারতীয় চিনি, একটি ট্রাকসহ আটককৃত চিনির মালিককে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর নাম: ১। রিয়াজ উদ্দিন (৪০), পিতা- মুজিবুর রহমান (লুদাই মিয়া), সাং- দলইপাড়া, ডাকঘর, হরিপুর, থানা- জৈন্তিয়াপুর, জেলা-সিলেট।
শাহপরাণ (রহঃ) থানা এলাকায় বিশেষ অভিযান ডিউটি পরিচালনাকালে এসআই(নিঃ) মোঃ আব্দুল আজিজ, গোপন সংবাদের ভিত্তিতে একটি ট্রাক আটক করার জন্য ডিউটিতে নিয়োজিত অফিসারকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে সকাল ০৮.৫০ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট সংলগ্ন পাকা রাস্তার উপর এসে উপস্থিত হয়ে বর্ণিত অফিসার ও ফোর্সসহ ইং ৫ মে ২০২৪খ্রিঃ সকাল অনুমান ০৯.১৫ ঘটিকার সময় শাহপরাণ (রহঃ) থানাধীন বাইপাস সুরমা গেইটস্থ পাকা রাস্তার উপরে চেকপোস্ট স্থাপন করে একটি ট্রাক দেখে সিগনাল দিলে ট্রাক চালক রাস্তার পাশে ট্রাক থামিয়ে দৌড়ে পালিয়ে যায়। ট্রাকটি আটক করার সাথে সাথে ধৃত ব্যক্তি রিয়াজ উদ্দিন (৪০) এসে ট্রাকে থাকা মালামাল (ভারতীয় চিনি) তাহার বলে জানান। তাকে মালামালের কাগজপত্র উপস্থাপন করার জন্য বললে তিনি গুদাম কর্মকর্তা শায়েস্তাগঞ্জ শুল্ক গুদাম, হবিগঞ্জ, এর ডেলিভাড়ী চালান নং-০২, তাং-২০/০৫/২০২৪খ্রিঃ, জিআর-৫৩/২৪, তারিখ ১৭/০৫/২০২৪ খ্রি , ২৯৮০ বস্তা × ৫০ কেজি= ১৪,৯০০০ কেজি সহ আরো অন্যান্য লেখা নিলামকৃত মালামালের ডেলিভারী চালান এর সাথে সংযুক্ত ০৮ ফর্দ সহ মোট ০৯ ফর্দ কাগজ উপস্থাপন করেন। প্রাপ্ত কাগজ এ বর্নিত মালামাল ভারতীয় চিনি এর সাথে আটককৃত গাড়িতে থাকা মালামাল ভারতীয় চিনির মিল না থাকায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ট্রাক তল্লাশী করা হয়। তল্লাশীকালে আটককৃত ব্যক্তি ১। রিয়াজ উদ্দিন (৪০) এর মালিকানা ও দখল (হেফাজত) হতে ক) ০১ (এক) টি হলুদ রংয়ের ট্রাক যার রেজিঃ নং-ঢাকা মেট্টো-ট ২০-৬০০৪, যার ইঞ্জিন নং- B591451071E63595459, চেসিস নং- MAT395020H2R09697 যার মূল্য অনুমান-৫০,০০,০০০/-(পঞ্চাশ লক্ষ) টাকা,এর ভিতরে পলিথিনের থ্রিপল দিয়ে মোড়ানো কথিত ভারতীয় ২৮০ বস্তা চিনি, প্রত্যেক বস্তার গায়ে ইংরেজীতে WHITE CRYSTAL SUGAR OF ORIZIN-INDIA DOUBLE SULPHITATION সহ আরো অনেক ইংরেজী শব্দ লেখা আছে। প্রতি বস্তায় অনুমান ৪৯ (উনপঞ্চাশ) কেজি করে সর্বমোট (২৮০× ৪৯)= ১৩,৭২০ কেজি ভারতীয় চিনি, প্রতি কেজি চিনির আনুমানিক মূল্য ১২০ টাকা করে সর্বমোট মূল্য (১৩,৭২০×১২০) = ১৬,৪৬,৪০০/- (ষোল লক্ষ ছেচল্লিশ হাজার চারশত) টাকা উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত দিনের আলোতে ০৫/০৬/২০২৪ খ্রিঃ তারিখ দুপুর ১৩.১৫ ঘটিকায় বিধি মোতাবেক জব্দ করেন। উক্ত ঘটনায় ধৃত ব্যক্তির বিরুদ্ধে শাহপরাণ (রহঃ) থানার মামলা নং-০৫,তাং-০৫/০৬/২০২৪খ্রিঃ aviv-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের 25B(1)(b)/25D রুজু হয়। বিধি মোতাবেক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet