যুক্তরাজ্য প্রতিনিধি
—————————–
যুক্তরাজ্যের সাসেক্স অঞ্চলের ওয়ার্দিং বারা কাউন্সিলের সিভিক মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ইবশা চৌধুরী।
গত মঙ্গলবার কাউন্সিল ভবনের পূর্ণাঙ্গ কাউন্সিল সভায় কাউন্সলরদের ভোটে তিনি নির্বাচিত হন,আগামী এক বছর তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।
এই কাউন্সিলের লেবার পার্টি থেকে ইবশা চৌধুরী প্রথম কোন মুসলিম পুরুষ মেয়র নির্বাচিত হন,
তাছাড়া ৪১ বছর বয়সী এই রাজনীতিবিদ যুক্ত রাজ্যে বাংলাদেশি বংশদ্ভূত সর্বকনিষ্ঠ মেয়র। গত এক বছর তিনি ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করেছেন।
ইবশা আহমেদ চৌধুরীর জন্ম বাংলাদেশের সিলেট শহরে ৩৯ নম্বর ওয়ার্ডের খুররুমখলা আবাসিক এলাকায়,তিনি সিলেট এমসি কলেজে লেখাপড়া করেন।
২০০০সালে তিনি পারিবারিক সূত্রে যুক্তরাজ্যে পাড়ি জমান, প্রবীন রাজনীতিবিদ ও বিশিষ্ট সালীশ ব্যাক্তিত্ব মরহুম আলহাজ্ব গোলাম রাব্বানী (আমুদ চৌধুরী) ও জেবু সুলতানা চৌধুরীর চার ছেলে ও তিন মেয়ের মধ্যে সবার বড় হলেন ইবশা আহমেদ চৌধুরী।