সংবাদ শিরোনাম :
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে  অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক
এসএমপি‘র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

এসএমপি‘র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিতঃ

নিজস্ব প্রতিবেদক:: ২৪ এপ্রিল ২০২৪ খ্রিঃ তারিখ বেলা ১০ ঘটিকায় এসএমপি পুলিশ লাইন্স কনফারেন্স রুমে পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম, এর সভাপতিত্বে এপ্রিল/২০২৪ খ্রিঃ এর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা, পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, সিটি এন্ড সিসি,পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত দায়িত্বে এডিসি (সদর ও প্রশাসন) শাহরিয়ার আলম সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারি পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, আরআই পুলিশ লাইন্স এবং অন্যান্য পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ। পুলিশ কমিশনার গত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে জানতে চাইলে উনারা অগ্রগতি বিষয়ে অবহিত করেন ও গৃহিত সিদ্ধান্ত প্রস্তাব বাস্তবায়ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। পুলিশ কমিশনার সকল পদবীর পুলিশ সদস্যকে কল্যাণ প্রস্তাব উপস্থাপন করতে বলেন এবং উপস্থাপিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। তিনি বক্তব্যে বলেন মেসের খাবারের মান উন্নত করতে হবে এবং অতিরিক্ত গরম থেকে বেঁচে থাকতে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করতে নিদের্শণা প্রদান করেন। যারা বাহিরে ডিউটি করেন তাদের প্রয়োজনীয় পানি ও সেলাইন সাথে রাখার জন্য বলেন। আসন্ন উপজেলা নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালনে নিদের্শ প্রদান করেন। এছাড়াও বিগত কল্যাণ সভায় যেসকল পুলিশ সদস্য এসএমপি‘র কল্যাণ তহবিল হতে চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছিলেন তাদের আবেদনের প্রেক্ষিতে আর্থিক সাহায্য প্রদান করা হয়। উক্ত সভায় এসএমপি‘র বিদায়ী পুলিশ সদস্য অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, প্রশাসন) মোঃ আমিনুল ইসলাম এবং সহকারি পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ সুলতান মাহমুদকে বদলীজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করেন পুলিশ কমিশনার। তিনি সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet