সংবাদ শিরোনাম :
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে  অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক
এসএমপি‘র মার্চ ২৪  এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ

এসএমপি‘র মার্চ ২৪  এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিতঃ

নিজস্ব প্রতিবেদক ঃ

অদ্য ২০ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখ বেলা ১২.০০ ঘটিকায় এসএমপি হেডকোয়ার্টার্স এর কনফারেন্স রুমে এসএমপি‘র  পুলিশ কমিশনার  মোঃ জাকির হোসেন খান, পিপিএম,  সভাপতিত্বে মার্চ/২০২৪ খ্রিঃ এর মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোহাঃ সোহেল রেজা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, সিআইডি পুলিশ সুপার  সুজ্ঞান চাকমা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ -৮ পুলিশ সুপার  মোঃ রওশনুজ্জামান সিদ্দিকী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), রেলওয়ে পুলিশ সুপার  এসকে শরিফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), পুলিশ সুপার ট্যুরিস্ট পুলিশ  মোল্লা মোহাম্মদ শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম)  মোঃ জাবেদুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)  ইমাম মুহাম্মদ শাদীদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন)  বি.এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)  মোহাম্মদ সাইফুল ইসলাম, বিজ্ঞ পিপি মহানগর দায়েরা জজ আদালত, সিলেট  নওসাদ আহমদ চৌধুরী, র‍‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার, আব্দুল্লাহ আল নোমান, নৌ-পুলিশের সহকারী পুলিশ সুপার, মোঃ ইসমাইল মিঞা, পরিবেশ অধিদপ্তর সিলেট এর সহঃ পরিচালক, বনানী দাস, ইমিগ্রেশন ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দর সিলেট এর পুলিশ পরিদর্শক, মোঃ জাবেদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সিলেট পরিদর্শক, মোঃ এমদাদুল্লাহ সহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্র ইনচার্জ। সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) গত ফেব্রুয়ারি/২০২৪খ্রিঃ মাসের মাসিক অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করেন। পুলিশ কমিশনার উনার বক্তব্যে বলেন সকল মামলা গুরুত্ব সহকারে তদন্ত করতে হবে।একটি মামলা রুজু থেকে পুলিশ রিপোর্ট পর্যন্ত সকল কার্যক্রম সিডিএমএসে এন্ট্রি প্রদান করে নির্ধারিত সময়ের মধ্যে কোর্টে প্রেরণ করতে হবে। কোনক্রমেই বিলম্ব করা যাবে না।তিনি পরোয়ানা নিষ্পত্তিতে তৎপরতা বৃদ্ধির জন্য অফিসার ইনচার্জদের নির্দেশ প্রদান করেন।বাহির জেলা বা ইউনিট হতে পরোয়ানাসমূহ আলাদা করে সংশ্লিষ্ট ইউনিটে অফিসার পাঠিয়ে পরোয়ানা নিষ্পত্তির হালনাগাদ তথ্য সংগ্রহ করতে হবে।বেশি সাজা রয়েছে এমন পরোয়ানা নিষ্পত্তি এবং উল্লেখযোগ্য সংখ্যক পরোয়ানা নিষ্পত্তি করলে পুরষ্কার প্রদানের ঘোষণা করেন। সন্ত্রাসবিরোধী আইনে রুজুকৃত মামলায় প্রক্রিয়া মেনে পুলিশ রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।তিনি অন্যান্য ইউনিটে তদন্ত সম্পন্ন মামলার সিডি যথাসময়ে সংশ্লিষ্ট জোন অফিসে দাখিলের নির্দেশ প্রদান করেন।

বিগত মাসে উত্তম ও প্রশংসনীয় কাজের জন্য বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও সদস্যদের পুলিশ কমিশনার  পুরষ্কৃত করেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম,(অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ)  সাদেক কাউসার দস্তগীর, সহকারী পুলিশ কমিশনার  মোঃ শাহজাহান ভূঁঞা (শাহপরাণ রহঃ), অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা,  মোহাম্মদ মঈন উদ্দিন সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত অন্যান্য পদবীর পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet