সংবাদ শিরোনাম :
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে  অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক
সিলেটের আম্বরখানা থেকে ১৫ জুয়ারী গ্রেফতার, কয়েকটি এখনো সচল

সিলেটের আম্বরখানা থেকে ১৫ জুয়ারী গ্রেফতার, কয়েকটি এখনো সচল

এ এ রানা:: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১৫ (পনের) জন জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর দিক নির্দেশনায় ১৬/০৩/২০২৪খ্রিঃ অনুমান ০৩.৩৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১, গোপন সংবাদের ভিত্তিতে, উত্তর সুরমার এসএমপি এয়ারপোর্ট থানাধীন ইলেক্ট্রিক সাপ্লাইস্থ কলবাখনি আ/এ এর জালালী ২১/১ নং বাসার পাশ্ববর্তী ভুতের বাড়ী নামক দ্বীতল বিল্ডিং এর দুতলা কক্ষে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে আসামী ১। আব্দুল হান্নান(৫২), পিতাঃ মৃত ছাবের আলী মন্ডল, সাং- হান্নান চৌধুরীর বাসা, পাহাড়িকা, পশ্চিম পীর মহল্লা, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ২। আলাল মিয়া(২৮), পিতাঃ সুন্দর আলী, সাং- কুমিল্লা লাইন, লাক্কাতুরা, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ৩। সোহেল খান(২৯), পিতাঃ মৃত আজাদ নূর, সাং- কলাহাটি, ভাটিপাড়া, থানাঃ দিরাই, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ ৩১, বড়বাজার, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ৪। শিপন মিয়া(৫৪), পিতাঃ মৃত শফিক মিয়া, সাং- বিহংগ ৩০, নয়াসড়ক, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৫। মোঃ শফিক(৩৮), পিতাঃ মৃত জয়নাল আবেদিন, সাং- টেকেরঘাট, থানাঃ তাহিরপুর, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ আল আমিন ৫১, চারাদিঘীর পাড়, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৬। আব্দুল আলী(৩৮), পিতাঃ মৃত মজি মিয়া, সাং- আমবাড়ি, থানাঃ তাহিরপুর, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ সজিব মিয়ার কলোনী, কানিশাইল, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৭। ফকরুল ইসলাম(৪০), পিতাঃ মৃত আফতাব আলী, সাং- অলংকারী, থানাঃ বিশ্বনাথ, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ আরমান খানের বাসা, সোবহানীঘাট কাচা বাজার, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ৮। সাবেল আমিন প্রকাশ আল আমিন(৩০), পিতাঃ মৃত তাহির আলী, সাং- প্রতাপপুর, থানাঃ ছাতক, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ অগ্রনী ২৩, লন্ডনী রোড, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ৯। তাজুল আহমদ(৩৮), পিতাঃ মৃত কামাল আহমেদ, সাং- প্রবাহ ৬০, মাছিদিঘীর পাড়, তালতলা, থানাঃ কোতোয়ালী, জেলাঃ সিলেট, ১০। মোঃ দুলাল মিয়া(৪৬), পিতাঃ নূর ইসলাম, সাং- ভোলাকোন, সাহেবের বাজার, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, বর্তমানঃ মামুন মিয়ার বাসা, কালা শাহ মাজারের পাশে, গোয়াইপাড়া, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১১। ইকবাল হোসেন(৪৫), পিতাঃ মৃত আলী হোসেন, সাং-শাহপুর, টুকেরবাজার, থানাঃ জালালাবাদ, জেলাঃ সিলেট, বর্তমানঃ নূরানী ৬৫৫/৩, বনকলাপাড়া, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১২। মামুন মিয়া(৩৭), পিতাঃ মৃত মনা মিয়া, সাং- উত্তর কূল, থানাঃ জকিগঞ্জ, জেলাঃ সিলেট, বর্তমানঃ ১৭, মটু মিয়ার ভিলা, হাজারীবাগ, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১৩। জিয়াউর রহমান(৩৪), পিতাঃ মৃত মতিউর রহুমান, সাং- আশকুরি, থানাঃ শান্তিগঞ্জ, জেলাঃ সুনামগঞ্জ, বর্তমানঃ বন্ধন ৭/৯, মোল্লাপাড়া, খাসদবির, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১৪। ইউসুফ মিয়া(২৬), পিতাঃ মৃত হোসেন আলী, সাং- কাটাঘাট, থানাঃ নরসিংদী সদর, জেলাঃ নরসিংদী, বর্তমানঃ শাহীন হোস্টেলের পিছনে, ইলেক্ট্রিক সাপ্লাই রোড, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেট, ১৫। আবুল হোসেন(৫১), পিতাঃ মৃত মনির হোসেন, সাং- রাজুর বাজার, থানাঃ নেত্রোকোনা সদর, জেলাঃ নেত্রোকোনা, বর্তমানঃ প্রভাতি ১৪৭, পশ্চিম পীরমহল্লা, থানাঃ এয়ারপোর্ট, জেলাঃ সিলেটদের গ্রেফতার করে এয়ারপোর্ট থানার নন এফআইআর নং-২৪, তাং-১৬/০৩/২০২৪খ্রিঃ ধারা-সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, উক্ত আসামিদের কে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

ডিবির সাঁড়াশি অভিযানে একের পর লএক জুয়ার আস্তানা বন্ধ হলেও এখনো দেদারসে জুয়ার প্রতারণা চলছে কালীঘাটের বস্তা পট্টির জামাল, চৌকিদিঘী, আম্বরখানার বেশ কয়েকটি আস্তানায়।

গোয়েন্দা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরী বলেন, নগরীর মধ্যে যেখানেই জুয়া, মাদকসহ সমাজ বিরোধী অপরাধের খবর পাওয়া যাবে সেখানেই ডিবির অভিযান অব্যাহত থাকবে। এজন্য প্রয়োজন সকলের সহযোগীতা।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি এবং মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet