সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ
সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৯জন প্রার্থীর মধ্যে ৭জনের জামানত বাজেয়াপ্ত

সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৯জন প্রার্থীর মধ্যে ৭জনের জামানত বাজেয়াপ্ত

সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে
৯জন প্রার্থীর মধ্যে ৭জনের জামানত বাজেয়াপ্ত

জাহাঙ্গীর আলম চৌধুরীঃ
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৯জন প্রার্থীর মধ্যে ৭জন প্রার্থী পেয়েছেন ২৪৮৬ টি ভোট। সেইসাথে বাজেয়াপ্ত হচ্ছে তাদের জামানত।

জামানত বাজেয়াপ্ত হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির মনোনীত অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল (৮২২), বাংলাদেশ সুপ্রিম পার্টি মনোনীত একতারা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আবু সালেহ (৩০৭), গণফোরামের আইয়ুব করম আলী (৫৬৯), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আজিজুল হক (৩৬১), বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টির (বিএনএফ) প্রার্থী আশরাফ হোসেন (২০৪), কৃষক শ্রমিক জনতা লীগের হাজী আব্দুল জলিল (১৬৪) ও জাতীয় পার্টির (জেপি) অ্যাডভোকেট মনির উদ্দিন (৫৯) ভোট পেয়ে জামানত হারিয়েছেন।

নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, একটি নির্বাচনি এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট কোনো প্রার্থী না পেলে প্রার্থিতার সাথে জমা দেয়া জামানতের টাকা বাজেয়াপ্ত হয়।

এ আসনে ১৬৪ টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহিবুর রহমান মানিক (নৌকা) প্রতিকে ১লক্ষ ১৯হাজার ৪০৩ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

এদিকে, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শামিম আহমদ চৌধুরী (ঈগল) প্রতিকে পেয়েছেন ৯১ হাজার ৮৮৮ ভোট।

দোয়ারাবাজারের ৯ ইউনিয়নের ৬১ কেন্দ্রে মুহিবুর রহমান মানিক পেয়েছেন ৪১ হাজার ১৭৪ ভোট। এবং শামিম আহমদ চৌধুরী পেয়েছেন ২৯ হাজার ১৫৭ ভোট।

ছাতক উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভার ১০৩ টি কেন্দ্রে (নৌকা) প্রতিকে মুহিবুর রহমান মানিক পেয়েছেন ৭৮ হাজার ২২৯ ভোট। শামিম আহমদ চৌধুরী (ঈগল) প্রতিকে পেয়েছেন ৬২ হাজার ৭৩১ ভোট।

এদিকে, ১৬৪ টি ভোট কেন্দ্রের ফলাফল অনুযায়ী অন্য ৭জন প্রার্থী পেয়েছেন ২ হাজার ৪৮৬টি ভোট।

প্রসঙ্গত, সুনামগঞ্জ-৫ আসনের নির্বাচনে মোট ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাতক ও দোয়ারাবাজার দু’টি উপজেলার ২২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৬৪টি কেন্দ্র নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৮ হাজার ৯৯জন। দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২ লাখ ১৩ হাজার ৭৭৭ জন ভোটার।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet