শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিজয়ার পূনর্মিলনী অনুষ্ঠিত
ঝলক দত্ত, শ্রীমঙ্গল প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার উদ্যোগে বিজয়া পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের জেলা পরিষদ মিলনায়তন মাঠে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে পূর্ণমিলনী অনুষ্টানের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ। পূর্ণমিলনী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের উদ্বোধক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি জে এল ভৌমিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার। পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্রীপদ দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন,পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি পূরবী মজুমদার, অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক শ্যামলী মুখার্জী, পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সভাপতি অশুতোষ রঞ্জন দাস, সাধারণ সম্পাদক মহিম দে, ঢাকার গুলশান ও বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, অধ্যক্ষ ড. সনজিত সেন রায়, ইউপি চেয়ারম্যান আব্দুর রশীদ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সহ সভাপতি অজয় কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমীরন সরকার, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাশ চৌধুরী ছোটন প্রমুখ। এছাড়াও অনুষ্টানে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।