সংবাদ শিরোনাম :
সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে  অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক
খাদিমে মাদকের সংবাদ প্রকাশের জেরে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর সভাপতির উপর হামলা? থানায় অভিযোগ দায়ের

খাদিমে মাদকের সংবাদ প্রকাশের জেরে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর সভাপতির উপর হামলা? থানায় অভিযোগ দায়ের

 

এ এ রানা::
সিলেট মহানগরীর বি আই ডি সি খাদিম এলাকার বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড নিয়ে বেশ কিছুদিন থেকে ধারাবাহিক সংবাদ প্রকাশ সাপ্তাহিক হলি সিলেট এবং তালাশ টিভি ডট লাইভ । তারই ধারাবাহিকতায় গত ১৮ নভেম্বর সাপ্তাহিক হলি সিলেটে ও অনলাইন সংস্করণে ”
লুটেপুটে হচ্ছে খাদিমে পুলিশের সোর্স তারেক, জিম্মি সাধারন মানুষ। শেল্টার দেন মাদক ব্যবসায়ীদের, সরকারী জমি দখল বিক্রি টিলা কাটা ও বন্ধ সবই পারেন তিনি?
শিরোনামে আরেকটি সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই মাদক ব্যবসায়ী তারেক ও তার বাহিনী বিভিন্নভাবে প্রকাশ্যে গালিগালাজ ও প্রান নাশের হুমকি দিয়ে আসছে জাতীয় ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর শাহ্ পরান থানা শাখার সভাপতি ও তালাশ টিভি ডট লাইভ এর শাহ্পরান থানার
ক্যামরা পার্সন মঈন উদ্দিনকে।
এর পর গত ১৯ নভেম্বর শাহপরান(রহ:), থানাধীন শাহপরান গেইট স্কুল মার্কেটে এনাম এন্টার প্রাইজ এর সামনে অনুমান সন্ধ্যা ০৬:৩০ ঘটিকার সময়। খাদিম বহর কলোনীর বাসিন্দা মৃত মখবুল আলীর পুত্র আরাফাত রহমান তারেক(৩৭), তানিন রহমান(৩৫), এর নেতৃত্বে ৮/১০ জনের একদল সন্ত্রাসী তাহার উপর হামলা চালিয়ে কিলঘুষি মারতে থাকে এসময় তাহার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
এব্যপারে মোঃ মইন উদ্দিন(৩৯), বাদী হয়ে ১৯ নভেম্বর রাতে শাহ্পরান (রহ:) থানায়
(১) আরাফাত রহমান তারেক(৩৭), (২) তানিন রহমান(৩৫), উভয় পিতা-মৃত মখবুল আলী, সাং বহর কলোনী, (৩) সামাদ মিয়া(২৭), পিতা – মৃত ইসলাম উদ্দিন, (৪) শাহাব উদ্দিন(৪০), পিতা- বদ্দুছ মিয়া, সাং- মীর মহল্লা, পোঃ খাদিম নগর, থানাঃ শাহপরাণ(রহ:),
জেলাঃ সিলেট
সহ অজ্ঞাতনামা আরো ৭/৮ জনকে আসামী একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তিনি তার অভিযোগে উল্লেখ করেন ঘটনারদিন
শাহপরান(রহ:), থানাধীন শাহপরান গেইট স্কুল মার্কেট এনাম এন্টার প্রাইজ এর সামনে।১৯/১১/২০২৩ইং তারিখে অনুমান সন্ধ্যা ০৬:৩০ ঘটিকার সময়।

উল্লেখিত বিবাদীরা উগ্র, উশৃঙ্খল, মাদক সেবন কারি, মাদক
ব্যবসায়ী হয়। বিগত কয়েক দিন পূর্বে বিবাদীদের বিরুদ্ধে তালাশ টিভি এবং হলি সিলেট মাদকের
বিষয়াদি নিয়ে সংবাদ পোষ্ট করে। তাহার পর হইতে উল্লেখিত বিবাদীরা আমাকে রাস্তাঘাটে পাইলে
খারাপ অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে খুন জখম করিবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করিতে
থাকে। বিবাদীরা র‌্যাব সোর্স হিসাবে পরিচয় দিয়ে অসহায় মানুষের জমি জমা সহ সরকারী খাস জমি
হাতিয়ে নেয়। ঘটনার তারিখ ও সময়ে আমি জরুরী প্রয়োজনে ঘটনাস্থলে গেলে উল্লেখিত বিবাদী সহ
অজ্ঞাতনামা ৭/৮ জন
আঘাত করতে থাকে আঘাত প্রাপ্ত হইয়া চিৎকার করিলে আশে
পাশের লোকজন সহ পাশের ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ীগণ ঘটনাস্থলে উপস্থিত হইলে বিবাদীরা
দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এমনকি বিবাদীরা যাওয়ার সময় হুমকি দেয় যে, আমাকে রাস্তাঘাটে
সুযোগ মতো পাইলে খুন জখম সহ আমার নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ
করিবে মর্মে ভয়ভীতি প্রদর্শন করে। বিবাদীদের এহেন সন্ত্রাসী কার্যকলাপে বর্তমানে মঈন উদ্দিন এবং
পরিবারবর্গ খুবই নিরাপত্তাহীনতায় আছেন বলে অভিযোগে উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet