এম.মুসলিম চৌধুরী,নিজস্ব প্রতিবেদক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জীবনীভিত্তিক চলচিত্র (বায়োপিক) ‘মুজিব: একটি জাতির রূপকার’ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া সিনেমা হলে চলচিত্রটির প্রদর্শনী উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
উদ্বোধনী অনুষ্টানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার, ভিক্টোরিয়া সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক গোপেন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দ কুমার দেব, সাধারণ সম্পাদক জগৎযোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন,
সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমেদ, ইউপি সদস্য মহসিন আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বদরুল হক, তৌহিরুল ইসলাম মিলন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিন,
শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, সহ-সম্পাদক ক্রীড়া ও সাংস্কৃতিক মো. মামুন আহমেদ, যুবলীগের দপ্তর সম্পাদক আব্দুল বারী বেলাল, সাবের আহমেদ প্রমুখ। এছাড়াও এসময় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।