সংবাদ শিরোনাম :
বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীম কে বিয়ানীবাজার উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রীমঙ্গলে কৃষকদলের মহা সমাবেশ এসএমপি ডিবির অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ০৪ (চার) জুয়ারী গ্রেফতারঃ কোন আর্থিক সহযোগিতা ছাড়াই পালিত হবে মহান বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস শ্রীমঙ্গলে ২দিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন শ্রীমঙ্গলে মাদকের আস্তানা থেকে নগদ টাকা ও মাদকসহ আটক ৩ তারেক জিয়ার পিপিই বিতরন করায় শ্রীমঙ্গল প্রেসক্লাব সম্পাদককে বহিষ্কার ৫ বছর পর ৫৭ জনের বিরুদ্ধে মামলা ছাতকে দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ব্রাকের অবহিত করণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে এডাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে আটক ৩
উন্নত দেশে পৌঁছতে বাংলাদেশকে তথ্য প্রযুক্তিখাতকে আরও গুরুত্ব দিতে হবেঃ এম ইউ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

উন্নত দেশে পৌঁছতে বাংলাদেশকে তথ্য প্রযুক্তিখাতকে আরও গুরুত্ব দিতে হবেঃ এম ইউ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

হলি সিলেট ডেস্কঃ

দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, উন্নত দেশে পৌঁছতে বাংলাদেশকে তথ্য প্রযুক্তিখাতকে আরও গুরুত্ব দিতে হবে। আর তথ্য প্রযুক্তির প্রসার ঘটাতে বিশ্বসেরা প্রোগ্রামার তৈরী হবে। এক্ষেত্রে গ্রোগ্রামিং প্রতিযোগিতা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। ১৯৯০ সালের পর থেকে বিশ্বের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি দ্রুত পরিবর্তন হচ্ছে। আর এচেয়েও বেশি পরিবর্তন হচ্ছে তথ্য প্রযুক্তি। আর আমাদের শিক্ষার্থীদের এ পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে হবে। বাংলাদেশসহ বিশ্বে উন্নত অনুন্নত সকল দেশেই তথ্য প্রযুক্তি খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে সামনে রেখে মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তুলছে। বিশ্বে মেট্রোপলিটন ইউনিভার্সিটির গ্র্যাজুয়েটরা সুনামের সাথে কাজ করছেন। গুগল, এমাজনসহ শীর্ষ তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠানে প্রোগ্রামার সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন। সেজন্য সারাদেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে আসছেন। এটা আমাদের তথা সিলেটের জন্য গর্বের। আজ ৫ আগস্ট শনিবার সকাল ১০ টায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি আন্ত:বিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটির বটেশ্বরস্থ স্থায়ী ক্যাম্পাসে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)বিভাগের অত্যাধুনিক ৫ টি কম্পিউটার ল্যাবে এক যোগে এ প্রতিযোগিতা শুরু হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে প্রোগ্রামিং প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। সিএসই সোসাইটি কর্তৃক আয়োজিত এই বর্ণিল অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ছিলো এসজে ইনোভেশন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মাহফুজুল হাসান, সহকারী অধ্যাপক ড. রাজশ্রী রায় চৌধুরী, প্রভাষক আবু জাফর মো. জাকারিয়া, মোস্তাক শাহরিয়ার রাফি, সামিউল ইসলাম লিমন, রিশাদ পুলক, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে মো. কিবরিয়াসহ সিএসই সোসাইটির সদস্যরা।
পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষক, সিএসই সোসাইটির সদস্য, স্পন্সর প্রতিনিধি ও অতিথিদের নিয়ে প্রোগ্রামিং প্রতিযোগিতা পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি বৃন্দাবন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ইলিয়াছ বখত চৌধুরী। দিনব্যাপী এই প্রতিযোগিতায় ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। এতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে সিএসই ৫৬ ব্যাচের শিক্ষার্থী বিবেক দাস উৎস, মুদাব্বির হোসেন মুহিম ও নায়েব আহমেদ কুরেশি। উদীয়মান নারী প্রোগ্রামার বিভাগে বিজয়ী হয়েছেন ৫৬ ব্যাচের মাহবুবা লিজা। জুনিয়র প্রোগ্রামার বিভাগে বিজয়ী হয়েছেন সিএসই ৫৮ ব্যাচের মাহদি তালুকদার।
বিকেলে প্রফেসর এম হাবিবুর রহমান হলে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন প্রফেসর চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের পক্ষে মো. কিবরিয়া, থাইল্যান্ড ভিত্তিক এ্যাগোডার সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী মাজহারুল ইসলাম এবং সিএসই সোসাইটি সভাপতি ও সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মাহফুজুল হাসান।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet