সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ দুর্নীতির খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মৌলভীবাজারের জেলা প্রশাসক কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি র‌্যাবের হাতে আটক
সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম কান্ড, সংঘর্ষে নিহত ৩, আহত ৪০, আটক ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম কান্ড, সংঘর্ষে নিহত ৩, আহত ৪০, আটক ৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কাঁঠাল নিলাম কান্ড, সংঘর্ষে নিহত ৩, আহত ৪০, আটক ৫

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলামকে কান্ড করে দু”পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন ৩ ব্যাক্ত। এ সংঘর্ষে আহত হয়েছেন আরো ৪০ জন। এ সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে  ৫ জনকে আটক করেছে থানা পুলিশ। গুরুতর আহত কয়েকজনের অবস্থা আশঙ্কা জনক বলেও স্থানীয়রা জানিয়েছেন।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। গ্রামের মসজিদে দানকৃত একটি কাঁঁঠাল নিলামে তোলা এবং দাম নিয়ে কথা কাটা-কাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সময় ঘটনাস্থলে নিহত হয়েছেন হাসনাবাজ মো.বাবুল মিয়া (৬০) ও নুরুল হক(৫০) এবং গ্রামের আব্দুল বাছিতের ছেলে আহত মো. শাহজাহানকে (৪৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসনাবাজ গ্রামের মসজিদে দানের একটি কাঁঠাল নিলাম নিয়ে মসজিদে কথা কাটা-কাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন গ্রামের দ্বীন ইসলাম ও সুনু মিয়া পক্ষের লোকজন।

সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন বাবুল মিয়া (৬০) ও নুরুল ইসলাম (৫০) এবং আহত মো. শাহজাহান মিয়াকে (৪৫) হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন জানান, উভয় পক্ষের সাথে কথা বলেছি। স্থানীয় গন্যমান্য লোকজনকে নিয়ে বিচারের মাধ্যমে বিষয়টি সমাধান করার কথা বললে তারা সংঘর্ষে  জড়াবেনা বলে আমাকে আশ্বস্থ করেছিল। পরে আমি উপজেলা পরিষদের একটি মিটিংয়ে চলে গেলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। একটি কাঁঠাল নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক বলে তিনি মন্তব্য করেন।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক ৫ জনকে আটক করেছে।##

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet