সংবাদ শিরোনাম :
গিনেজ বুকে নাম লিখাতে চান শ্রীমঙ্গলের প্রবীণ পুরুষ রাম সিং গোঁড় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন আজ। টমটম চালক আবুল খায়েরর হত্যা রহস্য উন্মোচন, এক আসামি গ্রেপ্তার শ্রীীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক ১ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডর পরিদর্শন করেছেন পিএফজি’র নেতৃবৃন্দ শ্রীমঙ্গলে টমটম চালকসহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে চোরাই পথে আসা ৬ লক্ষ ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ী উদ্ধার হলি সিলেট সহ বিভিন্ন পত্রিকায় দূর্নীতির সংবাদ প্রচার হওয়ায় বিআরটিএ কর্মকর্তা রিয়াজুলের অন্যত্র বদলী মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত
শশুরের হামলায় জামাই গুরুতর আহত, শশুর আটক

শশুরের হামলায় জামাই গুরুতর আহত, শশুর আটক

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ স্ত্রীকে দেখতে এসে শশুর বাড়ির লোকজনের হামলায় মেয়ে জামাই গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় মামলা দায়ের হলে মামলার প্রধান আসামি শশুরকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানায় মামলা সুত্রে জানা যায়, রোববার ৭ মে বিকাল ৩টায় মৌলভীবাজারের পশ্চিম কাজীরগাঁও গ্রামের আব্দুল ওয়াহিদ এর ছেলে আব্দুস সালাম তালুকদার শ্রীমঙ্গলস্থ পশ্চিম ভাড়াউড়া রোডে শশুর বাড়িতে অবস্থানরত তাঁর স্ত্রীকে দেখতে আসেন। এসময় তার স্ত্রীর অসুস্থ হওয়ার বিষয় নিয়ে শশুর-শাশুরির সাথে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে মেয়ে জামাই আব্দুস সালাম তালুকদারের সাথে শশুর জাহাঙ্গীর মিয়া, শাশুরী দুলি বেগম ও শ্যালক তানভির মিয়া তর্কে জড়িয়ে পড়েন। কথাকাটাকাটির জের ধরে মেয়ে জামাই আব্দুস সালাম তালুকদারকে  শশুর-শাশুরী ও শ্যালক মিলে মারপিট করে। এক পর্যায়ে দারালো দা দিয়ে মেয়ে জামাই আব্দুস সালামের মাথায় কোপ মেরে গুরুতর আহত করেন হামলাকারীরা।
এ ঘটনায় আব্দুস সালাম এর ভাই বাদি হয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সালামের শশুর মামলার প্রধান আসামি জাহাঙ্গীর মিয়া (৫০) কে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এহসানুল হক হীরা জানান, মেয়ে জামাই আব্দুস সালাম এর উপর হামলার মামলায় প্রধান আসামি পশ্চিম ভাড়াউড়া রোডের বাশি মিয়ার ছেলে এবং আব্দুস সালামের শশুর জাহাঙ্গীর মিয়াকে গ্রেপ্তার করে সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet