সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-নির্বাচন স্থগিত ঘোষণা শ্রীমঙ্গলে আগুনে পুড়ে যাওয়া দুটি বাড়ি পরিদর্শন করলেন ইউকের সাবেক কাউন্সিলর এহেতশাম হক শ্রীমঙ্গলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস আগামী বছর আরো বড় পরিসরে শ্রীমঙ্গলে আয়োজন হবে হারমোনি ফেস্টিভ্যাল মৌলভীবাজার কুশিয়ারা নদী তীরে ঐতিহ্যবাহী মাছের মেলায় উঠেছে নানান প্রজাতির মাছ দেশ ও দেশের বাইরে থেকে কেউ অন্যায় করলে আমরা মেনে নেব না: সারজিস আলম শ্রীমঙ্গলে আগুনে পুড়ে নিঃস্ব দুটি পরিবার গোলাপগঞ্জে রকিব উদ্দিন মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে শিক্ষাবৃত্তি বিতরণ সিলেটে সিভিল সার্জন অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন ১২ কর্মকর্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশেগড়া সংগঠন বিএনপি গণমানুষের রাজনীতি করে… বদরুজ্জামান সেলিম
বাশঁ ও প্লাস্টিকের বোতল দিয়ে বিভিন্ন শো-পিস তৈরি করে জীবিকা নির্বাহ করছেন আবুতালেব

বাশঁ ও প্লাস্টিকের বোতল দিয়ে বিভিন্ন শো-পিস তৈরি করে জীবিকা নির্বাহ করছেন আবুতালেব

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাশঁ ও বাতিল প্লাস্টিকের বোতল দিয়ে বিভিন্ন নান্দনিক শো-পিস নিজ হাতে তৈরি ও বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শ্রীমঙ্গল উপজেলার পশ্চিম লালবাগ গ্রামের যুবক আবুতালেব। তিনি মানুষের ফেলে দেয়া প্লাস্টিকের বিভিন্ন বোতল, বাঁশ ও বিভিন্ন উপকরণ দিয়ে ঘরের সুন্দর্য বর্ধনশীল শো পিস তৈরি করে সেগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন।
তিনি বাঁশ, প্লাস্টিকের বেবাতল, ড্রিংস এর পাইপ, কাগজ, ক্রকসীট, সুতা, চুমকি, ঘাম ও বার্নিশ দিয়ে তৈরি করছেন নৌকা, ফুলদানি, বিমান, হেলিকপ্টার, রঙ বেরঙের পাখি, ঘর, মোবাইল স্টেন, কলমদানিসহ নানা ধরণের শো-পিস তৈরি করে সেগুলি বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন।
আবুতালেব জানান, বিভিন্ন স্থান থেকে তিনি বাঁশ, বেথ, কাগজ, ঘাম ও প্লাস্টিকের বোতল সংগ্র হরে জিনিসগুলো তিনি নিজে তৈরি করেন।  প্রকার, আকার, শ্রম আর ধরণ দেখে একেকটি পণ্যের দাম নির্ধারণ করা হয়। তার তৈরি শো-পিস ৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩০০টাকায় বিক্রি করে থাকেন।  এ থেকে যা আয় হয় তা দিয়ে বিভিন্ন উপকরণ ক্রয় করে যা থাকে তা দিয়ে নিজের খরচ চলে। এছাড়াও হস্তশিল্পী আবুতালেব তার দোকানে বসে মোবাইল ফোনের টুকটাক কাজ, এলইডি নস্ট ভাল্ব ও চার্জার লাইট এর কাজও করেন।  আবুতালেব জানান, প্রথমদিকে তিনি চার্জার লাইট, মোবাইল ফোনের রিপিয়ার ও নস্ট ভাল্ব ঠিক করার কাজ করতেন। পরে শথের বসে ও প্রকিবেশী সুলতান মাহমুদ এর পরামর্শে বাতিল প্লাস্টিকের বোতল দিয়ে ফুলগাছ ও ফুল তৈরি করেছিলেন। সেগুলো দেখতে আকর্শনীয় হওয়াতে স্থানীয়রা তার কাছ থেকে কিনে নেয়। তার তৈরি ফুলগাছ ও ফুল বিক্রির চাহিদা থাকায় পরে তিনি একে একে অন্যান্য জিনিস তৈরি করতে শুরু করেন। তার তৈরি আকর্শনীয় বিভিন্ন শো পিস স্থানীয়দের কাছে জনপ্রিয় হয়ে উঠায়, পরে তিনি শো পিস তৈরিকে পেশা হিসেবে নিয়েছেন। তার বাড়ির সামনে দোকানে এসব বিক্রির পাশাপাশি ধারে-কাছে বিভিন্ন মেলা, ওয়াজ, ও পুজা উৎসবে বিক্রি করে আসছেন। তার তৈরি এসব নান্দনিক শো পিস স্কুল পড়ুয়ারা হাতের কাজ হিসেবে স্কুলে উপহার দিয়ে থাকেন।

 

 

 

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet