এ এ রানা::
গত ৬ ফেব্রুয়ারী সকাল ১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট ও অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ)/খায়রুল বাশার, এএসআই(নিঃ)/শেখ সাদী, কনষ্টেবল/১১৬৩ সজল দাস সহ দক্ষিণ সুরমা থানাধীন গালিমপুর সাকিনস্থ সুহেদ আহমদ এর মালিকানাধীন রাইস মিল ভিতর হইতে সাজ্জাদ আলী (৩৮), পিতা-মৃত তাহের উল্লাহ, সাং-সুলতানপুর, দেওয়ানবাজার, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, বর্তমানে-ইস্কন্দর মিয়ার কলোনী, গালিমপুর, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট’কে আটক করেন। তল্লাশীকালে আটককৃত ব্যক্তি সাজ্জাদ আলী (৩৮) এর দেহ তল্লাশী করিয়া কিছু না পাইয়া তার দেখানো মতে দক্ষিণ সুরমা থানাধীন গালিমপুর সাকিনস্থ সুহেদ আহমদ এর মালিকানাধীন রাইস মিলের হলার এর ভিতর হইতে তাহার নিজ হাতে বাহির করিয়া দেওয়া ০১টি কালো রংয়ের শপিং ব্যাগের ভিতরে নীল রংয়ের পলিথিনে রক্ষিত খোলা অবস্থায় ০১ (এক) কেজি গাঁজা, যাহার মূল্য অনুমান ২০,০০০/- (বিশ হাজার) টাকা উদ্ধারপূর্বক ০৬/০২/২০২৩ খ্রি: তারিখ ০০.২৫ ঘটিকার সময় পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে সরকারী পরিমাপকৃত যন্ত্র দিয়ে পরিমাপ করে জব্দ তালিকা মূলে জব্দ করেন। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-২, তাং-০৬/০২/২০২৩খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১৯(ক) রুজু করত: পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামী সাজ্জাদ আলী (৩৮) কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।