সংবাদ শিরোনাম :
গিনেজ বুকে নাম লিখাতে চান শ্রীমঙ্গলের প্রবীণ পুরুষ রাম সিং গোঁড় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এম এ মালিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন আজ। টমটম চালক আবুল খায়েরর হত্যা রহস্য উন্মোচন, এক আসামি গ্রেপ্তার শ্রীীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার, আটক ১ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে রায়পুরায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পুজা মন্ডর পরিদর্শন করেছেন পিএফজি’র নেতৃবৃন্দ শ্রীমঙ্গলে টমটম চালকসহ অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কমলগঞ্জে চোরাই পথে আসা ৬ লক্ষ ৩০ হাজার টাকার ভারতীয় শাড়ী উদ্ধার হলি সিলেট সহ বিভিন্ন পত্রিকায় দূর্নীতির সংবাদ প্রচার হওয়ায় বিআরটিএ কর্মকর্তা রিয়াজুলের অন্যত্র বদলী মৌলভীবাজারে মাছ ধরাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১জন নিহত
জুড়ী থেকে নিখোঁজ তরুণী চট্রগ্রামের ডবলমুরিং থেকে উদ্ধার

জুড়ী থেকে নিখোঁজ তরুণী চট্রগ্রামের ডবলমুরিং থেকে উদ্ধার

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের জুড়ী থেকে নিখোঁজ এক তরুণীকে চট্রগ্রামের ডবলমুরিং থেকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) জুড়ী থানার এসআই খসরুল আলম বাদল এর নেতৃত্বে জুড়ী থানা পুলিশের একটি চৌকস দল চট্রগ্রাম জেলার ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে নিখোঁজ তরুণীকে উদ্ধার করে জুড়ী থানায় নিয়ে আসেন। পুলিশ জানায়, গত ১৪ ডিসেম্বর জুড়ী থেকে নিখোঁজ তরুণীর পিতা জুড়ী থানায় একটি সাধারণ ডায়রী করেন। এর পর থেকে পুলিশ তথ্যপ্রযুক্তির সাহায্যে নিখোঁজ তরুণীকে উদ্ধারে মাঠে নামে। নিখোজঁ তরুণীকে খোঁজতে জুড়ী থানার এসঅই ফরহাদ হোসেনের নেতৃত্বে অপর একটি রাজধানী ঢাকার ডিএমপি কদমতলী থানা সহ ডিএমপি’র বিভিন্ন স্থানে অভিযান চালায়। জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গত ১৪ ডিসেম্বর ঝিনুক সুত্রধর নামের এক তরুণী জুড়ী থেকে নিখোঁজ হয়। এ বিষয়ে নিখোঁজ ঝিনুক সুত্রধরের পিতা বীর মুক্তিযুদ্ধা শ্রী ললীত সুত্রধর জুড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে নিখোঁজ তরুণীকে নিখোঁজের ৬দিন পর চট্রগ্রামের ডবলমুরিং থেকে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত ঝিনুক সুত্রধরকে নারী শিশু হেল্প ডেস্কের মাধ্যমে তার পিতার জিম্মায় বুঝিয়ে দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet