সংবাদ শিরোনাম :
৭ নভেম্বারকে উপলক্ষ্য করে শ্রীমঙ্গলে বিশাল র‌্যালি শ্রীমঙ্গলে আমরা করব জয় ফাউন্ডেশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্টিত আওয়ামীলীগ সরকার গণতন্ত্রকে গিলে খেয়েছিল: বিএনপির কেন্দ্রীয় নেতা-হাজি মুজিব দক্ষিণ সুরমার অপরাধ বানিজ্য -১ জুয়ারবোর্ড ও মাদক ব্যবসায়ীদের সর্দার নজরুলের খুঁটির জোর কোথায়। দখলে দখলে বিলীন হচ্ছে শ্রীমঙ্গলের মৃত নদী বিলাস শ্রীমঙ্গলে পুলিশের পৃথক অভিযানে আটক ৪ মৌলভীবাজারে চোরাই পথে আমদানিকৃত ভারতীয় ঔষুধ উদ্ধার, আটক ২ সিআইডির তদন্তে মুক্তিযোদ্ধার ভুয়া স্ত্রী, সন্তান কমলগঞ্জে সিএনজি নিয়ন্ত্রণ হারিয়ে ২ শিক্ষার্থী নিহত গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।
পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা বিজয়ী

পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় হবিগঞ্জ জেলা বিজয়ী

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২২ অনুষ্টিত হয়েছে। খেলায় মৌলভীবাজার টিমকে পরাজিত করে হবিগঞ্জ জেলা টিম বিজয়ী হয়। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ টিমের মধ্য পুরুস্কার বিতরণ করেন।
বুধবার (১৪ ডিসেম্বর) মৌলভীবাজার জেলা পুলিশের আয়োজনে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ২০২২ (সিলেট রেঞ্জ) প্রতিযোগিতার ফাইনাল খেলায় হবিগঞ্জ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। বিকেলে মৌলভীবাজার জেলার শেখ রাসেল ইনডোর স্টেডিয়ামে উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্সআপ এর মধ্যে ক্রেস্ট বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। এছাড়াও অনুষ্টানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ। ফাইনাল খেলায় মৌলভীবাজার জেলা পুলিশ এবং হবিগঞ্জ জেলা পুলিশ মুখোমুখি হয়। ফাইনালে মৌলভীবাজার জেলা পুলিশকে হারিয়ে হবিগঞ্জ জেলা পুলিশ চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অংশগ্রহণকারী অন্যান্য জেলা পুলিশ দল, রানার্সআপ দল ও বিজয়ীী দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet