প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শুক্রবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) এর পতাকা উত্তোলন করা হয়ে। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠন পরে পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও সনাক সদস্য শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সভাপতি সিনিয়র সাংবাদিক সৈয়দ নেসার আহমদ। অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার সহ সংগঠনের সদস্য, সনাক সদস্য, সরকারী কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, গার্লস গাইড, ইয়েস সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।