সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে স্কুলছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক আটক শ্রীমঙ্গল থেকে অপহৃত কিশোরী গাজীপুর থেকে উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ
শ্রীমঙ্গলে সংসদ সদস্যদের সাথে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক কর্মশালা

শ্রীমঙ্গলে সংসদ সদস্যদের সাথে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক কর্মশালা

প্রতিবেদন,সিনিয়র ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্মে নাগরিক সম্পৃক্ততা বিষয়ক তিনদিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়েছে। কর্মশালায় দেশের ১০ জন সংসদ সদস্য অংশগ্রহন করেন।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ‘ইউএনডিপি’ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন এবং এটুআই এর কারিগরি সহায়তায় পরিচালিত ‘আমার সংসদীয় এলাকা-মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্মে নাগরিক সম্পৃক্ততা এবং স্থানীয় পর্যায়ের তথ্য ব্যবহারের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এই কর্মশালা শুরু হয়েছে।
শুক্রবার (২৫ নভেম্বর) রাতে শুরু হওয়া কর্মশালার সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন, ইউএনডিপি’ বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন মাই কনস্টিটিউয়েন্সি’ ডাটা প্ল্যাটফর্ম শীর্ষক আহবায়ক মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
কর্মশালায় অংশ নেয়া সংসদ সদস্যরা হলেন ‘মাই কনস্টিটিউয়েন্সি’ অ্যাডভাইজরি গ্রুপের সদস্য গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি, গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতি, সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য মেরিনা জাহান, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান, মাগুরা-২ আসনের সংসদ সদস্য শ্রী বীরেন শিকদার, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আ.স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, টাংগাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম (টিটু) এবং ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন।
শনিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ হলে কর্মশালার দ্বিতীয় দিনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেয়।
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, (শ্রীমঙ্গল-কামালগঞ্জ সার্কেল) উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজের গভর্নিং বডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারসহ ইউএনডিপি বাংলাদেশ, এটুআই ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সংস্কৃতির প্রচলন, স্থানীয় পর্যায়ের তথ্য ব্যবহারে সক্ষমতা বৃদ্ধিসহ মাই কনস্টিটিউয়েন্সি ডাটা প্ল্যাটফর্মের অধিকতর উন্নয়ন ও প্রসারের বিষয়ে সার্বিক আলোচনা করা হয়।
বেলা তিনটার দিকে সংসদ সদস্যগণ ক্ষুদ্র নৃ গোষ্ঠী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে তাদের জীবনধারা পরিদর্শনে মাগুড়ছড়া খাসিয়া পল্লীতে যান। এসময় পুঞ্জির গোত্র প্রধান ও নৃগোষ্ঠীর মানুষের সাথে নাগরিক সম্পৃক্ত বিষয়ে মতবিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet