সংবাদ শিরোনাম :
শ্রীমঙ্গলে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার বন্যায় ক্ষতিগস্থ মানুষের পাশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব ও সারথী ট্রান্সপোর্ট সিলেট সিটি প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি বাবর হোসেন, সাধারণ সম্পাদক সাগর ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে শ্রীমঙ্গল সিরাজনগর দরবার শরীফের আয়োজনে বিশাল জশনে জুলুস সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন মৌলভীবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) পালিত গোলাপগঞ্জে অস্ত্র সহ যুবক আটক শ্রীমঙ্গলে মজুরি বৃদ্ধির দাবিতে চা- শ্রমিক ফেডারেশন বিক্ষোভ সমাবেশ দুর্নীতির খবর পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: মৌলভীবাজারের জেলা প্রশাসক কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি র‌্যাবের হাতে আটক
শ্রীমঙ্গল আশিন্দ্রোন ইউনিয়নে দুপ্রকের দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল আশিন্দ্রোন ইউনিয়নে দুপ্রকের দুর্নীতিবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদন,এম.মুসলিম চৌধুরী:
দুর্নীতিকে ‘না’ বলুন এই শ্লোগান নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচিত ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে দুর্নীতিবিরোধী ধারাবাহিত মতবিনিময় শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৭ নভেম্বর) উপজেলা ৬নং আশিন্দ্রোন ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের প্রতিনিধিদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর আয়োজনে ও আশিন্দ্রোন ইউনিয়ন পরিষদের সহযোগীতায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান রণন্দ্রে প্রসাদ বর্ধন জহর।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গল এর সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় দুপ্রকের পরিচিত, কার্যক্রম ও মতবিনিময়ের বিষয়বস্তু ব্যাখ্যা করেন উপজেলা দুপ্রকের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো: আব্দুর রউফ তালুকদার।

এর আগে মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, হাজী মো: আবু তাহের, মো: মকসুদুর রহমান, মো: মোসাইদ আহমেদ ও নারী সদস্য মোচ্ছা: আমিনা বেগম।

মতবিনিময় সভায় সনাকের ইয়েস সদস্য সংবাদকর্মী মোধ সুমন মিয়া, ইউপি সদস্য মো: জয়নাল মিয়া, মো: হাবিবুর রহমান, মো: আব্দুল মতিন,মো: আব্দুল আলী,লিটন মিয়া, মহিলা ইউপি সদস্য আনোয়ারা খাতুন, জহুরা আক্তার ও সাবেক ইউপি সদস্য হাজী আব্দুল মতলিবসহ, ইউপি সচিব, উদ্যোক্তা সদস্য, ইউনিয়নের সেবার সাথে জড়িত ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান রণন্দ্রে প্রসাদ বর্ধন জহর বলেন, তিনি ৩য় বারের মতো এবারও নির্বাচিত হয়েছেন। তিনি কখনো দুর্নীতির সাথে জড়িত ছিলেন না, এখনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। তার ইউনিয়নের বিভিন্ন কর্যক্রম খুবই স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ কাজ করা হয়। তবে তিনি আরো জানান, বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রম প্রকল্পে তাদের বিভিন্ন ভাবে কমিশন দিয়ে আনতে হয়। এই ধরণের দুর্নীতি বন্ধ করতে সরকারী ও দুর্নীতি দমন কমিশন দুদকের প্রতি আহবাণ জানান।
এছাড়াও দুপ্রকের কাছে তার ইউনিয়নের তিনিসহ সকল প্রতিনিধিদের ইউনিয়নের সেবা নিয়ে একটি গণশুনানি করার অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন :





© All rights reserved © 2021 Holysylhet